Web bengali.cri.cn   
রেশম পথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে সিনচিয়াংয়ের সার্বিক উন্নয়ন হবে
  2014-04-04 19:00:38  cri

আবলা

চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য আবলা সম্প্রতি সিআরআইয়ের সংবাদদাতাকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, বর্তমানে চীনের সিনচিয়াংয়ের সামনে মৌলিক চ্যালেঞ্জ হচ্ছে 'উন্নয়ন'। রেশম পথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে সিনচিয়াংয়ের উন্নয়নের সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে।

সিনচিয়াংয়ের কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক ইনস্টিটিউটের কৃষি-অর্থনীতি বিশেষজ্ঞ আবলা সিনচিয়াংয়ের কৃষির উন্নয়নের ওপর বিশেষ নজর রাখেন। তিনি জানান, সিনচিয়াংয়ে কৃষির সাথে জড়িত লোকসংখ্যা অপেক্ষাকৃত বেশি। তিনি বলেন, "আমি বৈশিষ্ট্যপূর্ণ প্রধান কৃষিপণ্যগুলোকে কৃষিবীমার আওতায় আনার প্রস্তাব করছি। কৃষক যখন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়, তখন তার আয় ও কর্মক্ষমতার ওপর নেতিবাচক পড়ে। আমি আশা করি, সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যপূর্ণ কৃষির উন্নয়নের জন্য দেশ কৃষকদের ভর্তুকি দেবে।"

সিনচিয়াংয়ে প্রধানত সবুজ জৈব কৃষিপণ্য উত্পাদিত হয়। এটা বর্তমান যুগের স্বাস্থ্যকর খাদ্যের চাহিদার সাথে সংগতিপূর্ণ। তবে সিনচিয়াংয়ের কৃষিপণ্য আর অন্য দেশের সার্টিফিকেশন মান ভিন্ন; ফলে দীর্ঘকাল ধরে, সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যপূর্ণ কৃষিপণ্যের রপ্তানিও সীমিত। আবলা বলেন, "আমার প্রস্তাব হচ্ছে, শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে সদস্যদেশগুলোর মধ্যে পণ্যের গুণগত মানের পারস্পরিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা গড়ে উঠুক। তাহলে কৃষিপণ্য রপ্তানির জন্য সুবিধা হবে। অন্যদিকে, প্রস্তাবিত এ ব্যবস্থা মধ্য-এশিয়ার তুলা ও খাদ্যশস্য আমদানির প্রক্রিয়াও সহজতর করবে। এ ক্ষেত্রে পারস্পরিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা, দ্বিপাক্ষিক বাণিজ্যিক আদান-প্রদানের ওপরও ইতিবাচক ভূমিকা রাখবে।"

সিনচিয়াং চীনের পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং আশেপাশের বেশ কয়েকটি দেশসংলগ্ন। সিনচিয়াং হচ্ছে রেশম পথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। আবলা রেশম পথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কৌশলগত সুযোগ কাজে লাগিয়ে সিনচিয়াংয়ে আর্থিক সংস্কারবিষয়ক সার্বিক পরীক্ষামূলক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন। তিনি বলেন, "সিনচিয়াংয়ে আর্থিক সংস্কারবিষয়ক সার্বিক পরীক্ষামূলক অঞ্চল প্রতিষ্ঠিত হলে, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য আরো অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। তখন সিনচিয়াংয়ের প্রতি দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া আরো বেগবান হবে। মধ্য-এশিয়া আর পশ্চিম এশিয়ামুখী চীনের অগ্রবর্তী অঞ্চল হিসেবে সিনচিয়াংয়ের নিজস্ব বিনিয়োগবান্ধব আর্থিক ব্যবস্থা থাকা দরকার।"

চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনে উইগুর জাতির একজন সদস্য হিসেবে আবলা সিনচিয়াংয়ের শিক্ষা খাতের ওপরও মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, সিনচিয়াংয়ের কিছু জাতিগত অঞ্চলের মানুষের সাংস্কৃতিক উপাদান উন্নত করা দরকার; বিশেষ করে, দক্ষিণ সিনচিয়াংয়ের। তার বিশ্বাস, পরবর্তী প্রজন্মের সাংস্কৃতিক মান সিনচিয়াং তথা গোটা চীনের উন্নয়নের ওপর প্রভাব ফেলবে। তিনি বলেন, "সিনচিয়াংয়ের অনেক সমস্যার মধ্যে মূল সমস্যা হচ্ছে উন্নয়ন। যখন মানুষের জীবনমান উন্নত হয়, তখন অন্যান্য আনুষঙ্গিক কাজের ব্যাপারে তাদের মধ্যে সঠিক উপলব্ধির সৃষ্টি হয়ে থাকে।"(ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040