Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-২৬: যমপুরি থেকে আত্মা উদ্ধার
  2013-12-30 18:48:21  cri


অনেক নদ নদি পর্বতমালা অতিক্রম করে পনেরো দিন পর আচার্য ও তাঁর শিষ্যরা এসে পৌঁছুলেন এক শহরের কাছে। ভেতরে ঢুকে দুজন বৃদ্ধের কাছে জানতে পারলেন: এটা হলো তিলিং জেলা শহর। এখানকার জেলা প্রধান হলেন খৌ হোং। তিনি বৌদ্ধ ভিক্ষুদের খুব সম্মান করেন।

আচার্যরা খৌ হোং-এর বাড়িতে গেলেন। খৌ হোং অতিথিদের সমাদর করে, ভেতরে পুজার ঘরে নিয়ে এলেন। ঘরে এক হাজার বুদ্ধ মুর্তি ছিলো। আচার্য খুশি হয়ে ধুপ জালিয়ে পুজা করতে বসলেন। খৌ হোং বললেন যে তিনি দশ হাজার ভিক্ষুকে নিরামিষ ভোজন করানোর ব্রত নিয়েছেন। ৯৯৯৯ জন ভিক্ষুর সেবা হয়েছে এ পর্যন্ত। আজ আচার্য ও তার শিষ্যদের ভোজন করতে পারলেই তার ব্রত সমাপ্ত হবে। সুয়ান চুয়াং তাঁর আতিথ্য নিতে রাজি হলেন। এরপর আর কী ঘটলো, তা জানার জন্য গল্পটি শুনুন।

মন্তব্য
লিঙ্ক