পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-২৪: গণ্ডার দানব দমন
2013-12-09 15:29:50 cri
|
1207juchang.m4a
|
আচার্য সুয়ান চুয়াং তার তিন শিষ্যকে নিয়ে ইয়ুহুয়া শহরে ছেড়ে আবার যাত্রা করলেন। যাত্রাপথে একদিন এক মন্দিরের সামনে এসে থামলেন তাঁরা। মন্দিরের দরজায় একটি কাঠের ফলকে লেখা আছে 'করুনা মেঘ বিহার'। সুয়ান চুয়ান এই মন্দিরেই বিশ্রাম করে খাওয়া দাওয়া সেরে নিতে চাইলেন।
আচার্য মন্দিরে ঢুকতে যাবেন এমন সময় এক ভিক্ষু বের হলো ভেতর থেকে। সে আচার্যকে নমস্কার করে জানতে চাইলো যে তিনি কোথা থেকে এসেছেন। আচার্য বললেন যে তাঁরা মহাথাং সাম্রাজ্য থেকে এসেছেন। যাচ্ছেন ভারতবর্ষে। উদ্দেশ্য বৌদ্ধশাস্ত্র সংগ্রহ করা। এখানে একটু বিশ্রাম করে খাওয়া দাওযা সেরে নেয়ার কথা জানালেন আচার্য। এরপর কী ঘটলো, তা জানার জন্য গল্পটি শুনুন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য

ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক







