Web bengali.cri.cn   
ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উত্সব সম্পর্কিত আলোচনা
  2013-05-13 18:31:36  cri
 চীনের শানতোং প্রদেশের ওয়েইফাং শহরে প্রতি বছরের এপ্রিল মাসে আন্তর্জাতিক ঘুড়ি উত্সব অনুষ্ঠিত হয়। গত ২০ থেকে ১৫ এপ্রিল ওয়েইফাং আন্তর্জাতিক ঘুড়ি উত্সব আয়োজিত হয। চীনের বিভিন্ন অঞ্চল আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধি দলগুলো এ উত্সবে ঘুড়ি প্রতিযোগিতা করে। বাংলাদেশ থেকে ছয় জনের এক প্রতিনিধি দল এসেছেন। আজকের লাভক্ষতি অনুষ্ঠানে শুনুন এ বারের ঘুড়ি উত্সব সম্পর্কে আলাপ-আলোচনা।
মন্তব্য
লিঙ্ক