Web bengali.cri.cn   
শ্রীলংকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সেদেশে আয়োজিত চীনের বসন্ত উত্সবের প্রীতি সম্মেলনে অংশগ্রহণ
  2014-01-18 17:41:53  cri

জানুয়ারি ১৮: শ্রীলংকায় চীনের দূতাবাস এবং চীনের বণিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত 'আনন্দময় বসন্ত উত্সব বিষয়ক চীন-শ্রীলংকা প্রীতি সম্মেলন' শুক্রবার কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক সম্মেলন হলে অনুষ্ঠিত হয়। শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, প্রধানমন্ত্রী দিসানায়াকা জয়ারত্নে, পররাষ্ট্রমন্ত্রী জি. এল. পেয়রিস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট রাজাপাকসে শ্রীলংকা সরকার ও জনগণের পক্ষ থেকে চীনা জনগণকে আসছে ঐতিহ্যবাহী ঘোড়া বর্ষের বসন্ত উত্সবের শুভ কামনা জানান। তিনি বলেন, ২০১৩ সালের মে মাস থেকে চীন ও শ্রীলংকা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নেয়ার পর বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় বিরাট অগ্রগতি অর্জিত হয়। তিনি বিশ্বাস করেন, চীন সরকার ও জনগণ নতুন বছরে অবশ্যই নতুন সাফল্য অর্জন করবে; দু'দেশের সম্পর্ক আরো বিকশিত হবে।

অনুষ্ঠানে শ্রীলংকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উ চিয়াং হাও এবং শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী জি. এল. পেয়রিস শ্রীলংকার সেরা দশটি অংশীদারিত্বমূলক সহযোগিতা পুরস্কার, পাঁচটি শ্রেষ্ঠ প্রকল্প পুরস্কার সহ দশ জন শ্রেষ্ঠ স্থানীয় কর্মী পুরস্কার বিতরণ করেন। (ইয়ু/টুটুল)

মন্তব্য
লিঙ্ক