Web bengali.cri.cn   
চীনের গণমুক্তি ফৌজের জেনারেল স্টাফ প্রধানের সঙ্গে শ্রীলংকা নৌবাহিনী প্রধানের সাক্ষাত্
  2013-04-27 18:13:56  cri

এপ্রিল ২৭: সফররত শ্রীলংকার নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জয়নাথ কোলোমবেজ শুক্রবার পা ই ভবনে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য, চীনের গণমুক্তি ফৌজের জেনারেল স্টাফ প্রধান ফাং ফেং হুইর সঙ্গে সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে ফাং ফেং হুই বলেন, চীন ও শ্রীলংকার সম্পর্ক ঐতিহ্যবাহী সৌহার্দ্যের সম্পর্ক। গত মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং শ্রীলংকার প্রেসিডেন্ট ফোনে কথা বলেন। তাঁরা দু'দেশের সম্পর্ককে উচ্চতম পর্যায়ে উন্নীত করার বিষয়ে মতৈক্যে পৌঁছান।

ফাং ফেং হুই বলেন, সাম্প্রতিক কয়েক বছরে দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা বেড়েছে এবং অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ঘনিষ্ঠ হয়েছে।

তিনি বলেন, দু'দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের সাথে সাথে তাদের সামরিক বাহিনীও বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতায় সাফল্য অর্জন করেছে।

তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ের যোগাযোগ ও বাস্তবনিষ্ঠ সহযোগিতা জোরদারের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিতে চীনের প্রতিরক্ষা বাহিনী শ্রীলংকার সামরিক বাহিনীর সঙ্গে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

শ্রীলংকার গৃহযুদ্ধ-উত্তর পুনর্গঠন এবং উন্নয়ন প্রক্রিয়ায় দেওয়া সমর্থন ও সাহায্যের জন্য চীনকে ধন্যবাদ জানান জয়নাথ।

তিনি আশা করেন, দু'পক্ষ যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মধ্য দিয়ে তাদের সামরিক বাহিনীর সম্পর্কে, বিশেষ করে নৌবাহিনীর সম্পর্কে অগ্রগতি অর্জন করবে। (শিশির/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক