Web bengali.cri.cn   
চীন ও শ্রীলংকা অংশীদারিত্বের সম্পর্ক আরো জোরদার করবে: কলম্বোয় ইয়েন চুন ছি
  2013-10-16 18:16:29  cri
অক্টোবর ১৬: শ্রীলংকা সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ইয়েন চুন ছি বলেছেন, দু'দেশ দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্পর্ককে আরো জোরদার করবে এবং তার বর্তমান সফর সেক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক ভোজসভায় তিনি এ-মন্তব্য করেন।

এসময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে লংকান জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। শ্রীলংকায় সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে রাখা ভূমিকার জন্য তিনি প্রেসিডেন্ট রাজাপাকশের নেতৃত্বের ভূষসী প্রশংসাও করেন।

জবাবে লংকান প্রেসিডেন্ট তার দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদী সমর্থন ও সাহায্য দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "শ্রীলংকা চীনের সাথে হাতে হাত মিলিয়ে দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।" (লিলি/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক