Web bengali.cri.cn   
সদ্যসমাপ্ত বছরে চীনের সাংস্কৃতিক জগতের নানা খবর
  2014-01-15 16:53:52  cri

ডাচ হফম্যানের নকশা করা 'রাবার ডাক' ২০১৩ সালের মে মাস হংকংয়ের ভিক্টোরিয়া বন্দরে আসে এবং সেই সময় থেকে এই মজার ও চতুর ফোলানো-সম্ভব হাস চীনে হিড়িক সৃষ্টি করে। হংকং ও তাইওয়ান ছাড়াও রাবার ডাক চীনের গার্ডেন মেলা ও গ্রীষ্ম প্রাসাদে দেখা যায়। ২০০৭ সাল থেকে বিভিন্ন আকার 'রাবার ডাক' আমস্টারড্যাম থেকে বিশ্বের ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ নগরে যায়। হফম্যান আশা করেন 'রাবার ডাক' সবার কৈশোরের কথা মনে এনে দিতে পারে। চীনের বিখ্যাত অভিনেতা জ্যাকি ছান বলেন:

''রাবার ডাক' দেখে হাসতে চাই এবং 'রাবার ডাক' শান্তি ও সুষমের প্রতীক।

জানা গেছে চীনে 'রাবার ডাক' প্রদর্শনী চলাকালে টিকিটসহ নানা বিষয়ে ২০ কোটি ইউয়ান আয় হয়। সাংস্কৃতিক রীতিতে সৃষ্ট একটি খেলনা অবশেষে একটি আর্টওয়ার্ক পরিণত হয়েছে। 'রাবার ডাক'-এর সাফল্য দেখে আমাদের চিন্তা করা উচিত্ সাংস্কৃতিক সম্পদ ও ঐতিহ্যের প্রাচুর্যের পটভূমিতে চীন কীভাবে নিজের ক্রিয়েটিভ শিল্পর উন্নয়ন করতে পারে।

চীনা ভাষায় ১৩-এর উচ্চারণ ই সান এবং ১৪-এর উচ্চারণ ই সি। যদি এ দু নম্বর একসাথে বলি তাহলে ই সান ই সি শুনে ই সেং ই সির মতো যার অর্থ সারা জীবনকাল। আমরা বিশ্বাস করি, যে মানুষ আপনাদের সঙ্গে ২০১৩ থেকে ২০১৪ সালে প্রবেশ করে সে জীবনকালের মতো আপনাদের সাথী।

২০১৩ শেষ হয়েছে এবং আমাদের সাফল্য, হতাশ, সুখ ও দুখ সব পিছনে ছিল। নতুন বছরে আমি আশা করি আমাদের প্রিয় শ্র্রোতারা নিজেদের পরিবার এবং যাদেরকে ভালবাসেন তাদের সঙ্গে একটি সুখি বছর কাটাতে পারবেন।

আজকের অনুষ্ঠানের শেষে আমারা একসাথে উপভোগ করব চীনের বিখ্যাত গায়িকা তেং লি চুন কণ্ঠে গাওয়া 'Thinking of You'নামে একটি গান। গানের কথা চীনের সং রাজবংশ বিখ্যাত কবি সু সির একটি কবিতা এবং কবিতায় বলা হয় যে May we all be blessed with longevity Though far apart।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক