140115china
|
গত বছর চীনে চলচ্চিত্রের টিকিট বিক্রির পরিমাণ ২১৫০ কোটি ইউয়ান ছড়িয়ে গেছে এবং এ আয়ে চীনা চলচ্চিত্রের অনুপাত ৬০ শতাংশ। ২০১২ সালে চীনে চলচ্চিত্র টিকিট বিক্রির পরিমাণ বেশি হলেও দেশীয় চলচ্চিত্রের চেয়ে বিদেশি চলচ্চিত্রের টিকিট বিক্রি বেশি ছিল। তবে ২০১৩ সালে চীনা চলচ্চিত্র ব্যাপক সাফল্য অর্জন করে। যেমন ২০১৩ সালের প্রথম দিক থেকে চলচ্চিত্র 'Journey to the West: Conquering the Demons'-এর টিকিট বিক্রি পরিমাণ ছিল ১২৫.৫ বিলিয়ন ইউয়ান এবং তারপর So Young, Anchoring in Seattle, American Dreams in China এবং Tiny Times 1.0-সহ বিভিন্ন চীনা চলচ্চিত্রের টিকিট বিক্রি থেকে আয় দশ-বারো কোটি ইউয়ানে ছড়িয়ে যায়। সম্প্রতি চীনের বিখ্যাত পরিচালক ফেং সিয়াও কাংয়ের নতুন চলচ্চিত্র Personal Tailor ১০ দিনে টিকিট বিক্রির পরিমাণ ৫০ কোটি ইউয়ানে ছড়িয়ে গেছে। ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও যোগাযোগ কলেজের শিক্ষক লিয়াং চুন চিয়ান এক সাক্ষাত্কারে বলেন,
"২০১২ সালে চীনে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র আমদানি বৃদ্ধি-সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করার পর বিদেশি চলচ্চিত্র চীনে বেশি বাজার দখল করে। তবে ২০১৩ সালে চীনা চলচ্চিত্রের মান উন্নত হয়। 'So Young', 'Anchoring in Seattle' এবং American Dreams in China-সহ বেশি কিছু চলচ্চিত্র চীনের বর্তমান অথনীতি ও জীবনধারার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত বলে জনপ্রিয়তা অর্জন করেছে।"
গত বছর চীনে সবচেয়ে জনপ্রিয় টিভি শো কোনটা? নিশ্চয় 'বাবা কোথায় যান' শীর্ষক বিচিত্রানুষ্ঠানটি। দক্ষিণ কোরিয়া থেকে কপিরাইট কিনার পর চীনা সংস্করণ 'বাবা কোথায় যান' অনুষ্ঠানটি হু নান টেলিভিশন স্টেশনে প্রচারিত হয়। পাঁচজন বাবাকে নিজেদের ছেলে-মেয়েদের নিয়ে দুই দিন গ্রামে কাটাতে হবে। সুদর্শন শিশুদের সরলৱতা দেখে আমরা অনেক অভিভূত হই। দর্শকরা এ শোর মাধ্যমে নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করতে পারে এবং বাবা-মা হিসেবে তাদের মনে স্নেহশীলতা জেগে উঠে। আশির দশকে জন্মগ্রহণকারী যুবতী সিয়াও সুয়ান বলেন:
"প্রতি শুক্রবার আমি ঠিক সময় 'বাবা কোথায় যান' শো দেখি। আমি তো মা হওয়ার বয়সে এসেছি এবং এ শো দেখে আমি মা হতে চাই। আমি মনে করি, মা হিসেবে আমি ভালভাবে বাচ্চাদের যত্ন নিতে পারবো এবং তাদের লালনপালনের প্রক্রিয়া খুব আনন্দময়।"