Web bengali.cri.cn   
পাওয়ার ব্যাংক --- লাই-পলিমার ব্যাটারি
  2014-01-13 19:02:35  cri

মোবাইল ফোন, আইপড-আইপ্যাড ও ক্যামেরার মতো ডিজিটাল ডিভাইস যারা ব্যবহার করেন, তাদের সকলেই জানেন অসময়ে এসব যন্ত্রের ব্যাটারির চার্জ চলে যাওয়া কতটা বিড়ম্বনার। এমন বিড়ম্বনা থেকে মুক্তি দিতে অনেক ইলেক্ট্রনিক কোম্পানি এখন তৈরি করছে লাই-পলিমার ব্যাটারি, যাকে অনেকে বলছেন পাওয়ার ব্যাংক।

একশ থেকে দেড়শ গ্রাম ওজনের এ ব্যাটারির পাওয়ার সংরক্ষণের ক্ষমতা ৫ হাজার এমএএইচ বা মিলিঅ্যাম্প আওয়ার পর্যন্ত। মোবাইল ফোন ও আইপড-আইপ্যাডের পাশাপাশি এমপি প্লেয়ার ও অন্যান্য ডিজিটাল ডিভাইসেও ব্যবহার করা যায় এটি। ওজন কম ও স্লিম বলে এটি সহজে বহনযোগ্য। এটি ৫০০ বার চার্জ দেওয়া পর্যন্ত ভাল কাজ করে।

কুয়াংতং ও চেচিয়াংসহ চীনের বিভিন্ন অঞ্চলে তৈরি হয় লাই-পলিমার ব্যাটারি। তবে এটি সবচেয়ে বেশি তৈরি হয় কুয়াংতুংয়ের কুয়াংচৌয়ে। মানভেদে প্রতিটি লাই-পলিমার ব্যাটারি দাম পড়বে ৫ থেকে ১৫ ডলার।

আমাদের অনুষ্ঠানে যথারীতি একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা। যে কেউ টুকে নিতে পারেন কোম্পানির নাম ও যোগাযোগের ঠিকানা:

Shenzhen Sinca Electronic Technology Co. Ltd, Building 2-4, Tongfuyu Industry Area, Shiyan, Aiqun Road, Shangwu Community, Shiyan Street, Baoan District, Shenzhen, Guangdong, China, Telephone: 86-755-27658979, Fax: 86-755-27658695, Website: http://www.szsinca.com, Contact person: Marvin Li, Mobile: 15112523297, নির্ভুলভাবে ঠিকানা জেনে নিতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক