Web bengali.cri.cn   
হাতে চাপা টর্চ লাইট
  2013-11-18 16:25:19  cri

অন্ধকারে জ্বলবে টর্চ লাইট। কিন্তু তার জন্য দরকার পড়বে না কোনো ব্যাটারির; শুধু কতক্ষণ পরপর হাতের চাপ দিলেই হবে। আর যেহেতু ব্যাটারির দরকার পড়বে না, তাই সেটা বদলের কিংবা বিদ্যুতে চার্জ দেবার বালাইও নেই। এটা কোনো কল্পিত ডিভাইস নয়। এমন টর্চ লাইট পাওয়া যাচ্ছে এখন বাজারে।

হাতের সাহায্যে এ লাইটের একটি চাকায় চাপ দিলেই এর মধ্যে থাকা ক্ষুদ্র ডায়নামো বিদ্যুত্ উত্পন্ন করে। সাধারণ সময় তো এটা ব্যবহার করা যায়ই, কিন্তু এটা সবচেয়ে উপকারী জরুরি পরিস্থিতিতে, যখন ব্যাটারি পাওয়া বা সংগ্রহ করা যায় না কিংবা বিদ্যুত থাকে না। এই লাইট আকারে ছোট; একটি ছোট আকারের মোবাইল ফোনের মতো। তাই এটি সহজে বহন করা যায়; রেখে দেওয়া যায় পকেটের ভেতর।

এ পণ্যটি বেশ নতুন। চীনের বাজারেও খুব সহজলভ্য হয়ে ওঠেনি এখনো। সেকারণে এটির একটি ভাল বাজার হতে পারে বাংলাদেশ ও ভারত।

কুয়াংতং, শানতুং ও চেচিয়াংসহ চীনের বিভিন্ন অঞ্চলের কারখানায় হাতে চাপা টর্চ লাইট তৈরি হয়। আকার ও মানভেদে এ কলমের দাম প্রতিটি ৪০ সেন্ট থেকে ৫ মার্কিন ডলার। আমাদের অনুষ্ঠানে যথারীতি একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা। Jiaxing Picktomato Trading Co., Ltd., Nanmiao Southeast Street, Ningbo, Zhejiang Province, China-315000, Telephone: 86-0574-87526945, Fax: 86-0574-87434225, website: http://www.winingmarket.com. Contact person: Mr. Justin Wang.

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক