Web bengali.cri.cn   
ব্লুটুথ মিনি স্পিকার
  2013-09-02 17:44:47  cri

মানুষের যোগাযোগ আজ বহুলাংশে নির্ভরশীল মোবাইল ফোন, কম্পিউটার ও নোটবুকের মতো ইলেক্ট্রনিক বা বৈদ্যুতিন যন্ত্রের ওপর। যোগাযোগের জন্য এমন যন্ত্রের ওপর নির্ভর করে না – এমন মানুষ পাওয়া ভার আজকাল। এসব যন্ত্রের ব্যবহারকে সহজ করে তোলার জন্য আবার প্রতিনিয়ত আবিস্কৃত হচ্ছে নতুন নতুন যন্ত্র ও উপকরণ। এমন একটি উপকরণ ব্লুটুথ মিনি স্পিকার। ব্লুটুথ হেডফোন আগেই প্রচলিত হলেও ব্লুটুথ মিনি স্পিকার চালু হয়েছে খুব বেশি দিন আগে নয়।

আপনার মোবাইল ফোন বা কম্পিউটারটা হয়তো পড়ার ঘরে, কিন্তু আপনি এখন আছেন বসার ঘরে কিংবা রান্নাঘরে। সেখানে আপনি আপনার বৈদ্যুতিন যন্ত্রটি না এনেই তার মাধ্যমে কথা শুনতে বা বলতে চান কারোর সঙ্গে। তাহলে আপনার দরকার ব্লুটুথ মিনি স্পিকার। এটি আপনার মূল যন্ত্র থেকে ১০ থেকে ১২ মিটার দূর পর্যন্ত তারবিহীন সংযোগ স্থাপন করতে পারে। অর্থাত্ আপনার মোবাইল ফোন বা কম্পিউটার যে শব্দ গ্রহণ করবে অন্য কারোর এমন যন্ত্র থেকে, ব্লুটুথ স্পিকার সেটাকে পৌঁছে দেবে ১২ মিটার দূর পর্যন্ত। একইভাবে এ স্পিকারের সঙ্গে সংযুক্ত মাইক্রোফোনে আপনি যে কথা বলবেন, সেটিও এই যন্ত্রটি আপনার কম্পিউটার বা ফোনের মাধ্যমে পৌঁছে দেবে গন্তব্যে। শুধু অন্যের সঙ্গে যোগাযোগ কেন? আপনি হয়তো আপনার বৈদ্যুতিন যন্ত্রটি থেকে কোনো গান বা অন্য কোনো অডিও শুনতে চান, কিন্তু সেটিকে কাছে আনা যাচ্ছে না, বা আনতে চান না, সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন ব্লুটুথ মিনি স্পিকার।

তবে এ উপকরণটি ব্যবহারে আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে থাকতে হবে ব্লুটুথ সুবিধা। আজকাল সব স্মার্ট ফোন বা ল্যাপটপ কম্পিউটারে ব্লুটুথ থাকে। কিছু সাধারণ ফোনেও এ সুবিধা থাকে। তবে ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে ব্লুটুথ স্পিকার ব্যবহার করতে চাইলে আলাদা একটা ব্লুটুথ ডিভাইস সংযুক্ত করতে হবে। মিনি স্পিকারে থাকে একটি লিথিয়াম আয়োন ব্যাটারি যেটা এক থেকে দেড় ঘন্টা চার্জ দিয়ে ব্যবহার করা যায় প্রায় ১০-১২ ঘন্টা পর্যন্ত।

চীনে এ যন্ত্রটি বেশ প্রচলিত হলেও বাংলাদেশ বা ভারতে এটির চল তেমন দেখা যায় না। সেকারণে এটির একটি ভাল বাজার হতে পারে বাংলাদেশ ও ভারত।

কুয়াংতং, চেচিয়াং ও শাংহাইসহ চীনের বিভিন্ন অঞ্চলের কারখানায় ব্লুটুথ মিনি স্পিকার তৈরি হয়। আকার ও মানভেদে

চীনে তৈরি ব্লুটুথ মিনি স্পিকারের দাম প্রতিটি ১০ থেকে ২৫ ডলার। আমাদের অনুষ্ঠানে যথারীতি একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা।  Shenzhen Qtax Industry & Trade Co., Ltd., Room - 1126, East Block, Hua'nan Power Building, Shennan Middle Road, Futian District, Shenzhen, Guangdong Province, China, Telephone: 86-0755-83217801, Fax: 86-0755-82739612, website: http://www.szqtax.com. Contact person: Ms. Jessie Peng. নির্ভুলভাবে ঠিকানা জেনে নিতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক