Web bengali.cri.cn   
শীতায়ন পাটি
  2012-09-07 22:38:38  cri

গরমের হাত থেকে শরীরকে রক্ষায় আবিস্কৃত হয়েছে নানা ধরনের সরঞ্জাম, তৈরি হয়েছে বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ইত্যাদি। এ সব বৈদ্যুতিক সরঞ্জামের পাশে হালে এসেছে একটি প্রাকৃতিক পণ্য। শীতায়ন পাটি বা কুলিং ম্যাট নামের এ সরঞ্জাম ব্যবহারের জন্য কোনো বিদ্যুত্ লাগে না বলে এটি ব্যয় সাশ্রয়ী এবং পরিবেশ-বান্ধব।

এ পাটি তোষক বা বেডশিটের নিচে বিছিয়ে রাখতে হয়। গ্রীষ্মকালে এটি ব্যবহার করতে হয়। শীতায়ন পাটি তৈরিতে ব্যবহৃত হয় সুতো, অ্যালুমিনিময়াম ফয়েল ও কাপড়ের তুলা। এ পাটি উত্তাপ শোষণ করে শরীরকে শীতল রাখে।

উত্পাদকরা বলছেন, এ পাটিতে যে জেল থাকে সেটির ওপর শুলে শরীরের তাপমাত্রা তাত্ক্ষণিক কমে। ফলে শরীরে প্রশান্তি আসে এবং সহজে ঘুম এসে যায়। তারা বলছেন, শোবার ঘরে যে স্বাভাবিক তাপমাত্রা থাকে শরীরে তার চেয়ে বেশ কম তাপ অনুভূত হয় এটি ব্যবহার করলে। উত্পাদকদের দাবি, শীতায়ন পাটির ওপর শোয়ার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা কমতে শুরু করে। এ পাটির জন্য কোনো বিদ্যুত্ সংযোগ লাগে না এবং এটা বহু কাল ধরে ব্যবহার করা যায়।

শীতায়ন পাটি যেমন পরিবেশ-বান্ধব তেমনি ব্যবহার-বান্ধবও। এতে কোনো বিষাক্ত পদার্থ থাকে না এবং এটি হাতে ধোয়া যায়। এটা সহজে বহন-উপযোগী এবং বিভিন্ন আকারে পাওয়া যায়। শুধু মাথার নিচে ব্যবহার করার জন্য যেমন পাওয়া যায় ৩০x৪০ সেন্টিমিটারের ম্যাট, তেমনি পুরো শরীর নিচে ব্যবহারের জন্য পাওয়া যায় ২মিটারx২মিটারের ম্যাট।

ভিন্ন আকারের জন্য এটা শুধু বিছানায় নয়, সোফা, চেয়ার বা গাড়ির সিটেও ব্যবহার করা যায়। একটা প্রমাণ আকারের ম্যঅট বিছানায় সোজা করে বিছালে সারা শরীর ঠাণ্ডা থাকে। তবে বড় বিছানা, যেমন কুইন-সাইজ বিছানায় এটি আড়াআড়ি করে বিছানো যায়।

উত্পাদকরা বলছেন, যারা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালিয়ে আর বিদ্যুত বিল গুণতে চান না, কিংবা যারা শীতাতপ যন্ত্রের আওয়াজ ও বাতাস পছন্দ করেন না অথবা যারা গতানুগতিক তোষক ছেড়ে হাল ফ্যাশনের বিছানার সরঞ্জাম ব্যবহার করতে চান, তাদের জন্য শীতায়ন মাদুর একটা উত্কৃষ্ট পণ্য।

পণ্যটি নতুন বলে বাংলাদেশ বা ভারতের বাজারের এটি এখনো প্রচলিত হয় নি। তাই এটার একটা ভাল বাজার হতে পারে দেশ দুটো। বেশ কাজের হলেও শীতায়ন মাদুরের দাম কিন্তু তেমন বেশি না। আকার ও মান ভেদে ৫ থেকে ৫০ ডলারের মধ্যে পাওয়া যায় এটি।

কুয়াংতুং, চে চিয়াং ও শানতুং প্রদেশ এবং শাংহাই ও থিয়ানচিন শহরসহ চীনের বিভিন্ন অঞ্চলে শীতায়ন মাদুর তৈরি হয়। তবে এর সবচেয়ে বেশি উত্পাদন হয় কুয়াংতুং প্রদেশে।

আমাদের অনুষ্ঠানে যথারীতি একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা। যে কেউ টুকে নিতে পারেন কোম্পানির নাম ও যোগাযোগের ঠিকানা: Guangzhou Kyoryo Daily-Use Commodity Technology Co., Ltd. 10 Fukang West Street, Yushu Industrial Park, Luogang District, Guangzhou, Guangdong, China-511442; Telephone: 86-20-34522001, Fax: 86-20-34522001, Website: http://kyoryo.en.alibaba.com/contactinfo.html; Contact Person: Sam Zeng, Mobile Phone: 8620 13802543371। নির্ভুলভাবে ঠিকানা জেনে নিতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক