Web bengali.cri.cn   
মেদ কমানো পট্টি
  2013-09-30 19:50:16  cri

মেদ-ভুড়ি এমন একটি সমস্যা যেটি বেশিরভাগ পূর্ণবয়স্ক মানুষকেই মোকাবিলা করতে হয়। এ সমস্যাটি বয়স বাড়ার সাথে সাথে প্রকট হয়। মেদ-ভুড়ি কেবল মানুষের দৈহিক সৌন্দর্য নষ্ট করে না; ডেকে আনা নানা রোগ-ব্যাধি ও শারীরিক সমস্যা। পেটের মেদ কমাবার জন্য মানুষ যে কত কসরত করে তার ইয়ত্তা নেই। ব্যায়াম করা, ওষুধ গ্রহণ, কিংবা বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার – কীনা চেষ্টা করে মানুষ। তবে এক্ষেত্রে ব্যায়ামে ভাল ফল পাওয়া গেলেও ওষুধ ও ডিভাইসগুলো সব সময় তেমন কাজে আসে না।

মেদ-ভুড়ি সমস্য নিয়ে ঠকবাজিও কম হয় না। তবে বর্তমানে চীনে এক ধরনের বেলি স্লিমিং প্যাচ বা পেটের মেদ কমানো পট্টি পাওয়া যাচ্ছে, যেগুলো খুবই কার্যকর বলে দাবি করছেন উত্পাদকরা।

এটি তৈরিতে ব্যবহৃত হয় জিংসেন, মধু ও নানা ভেষজ দ্রব্য। সেকারণে এটা পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও শতভাগ নিরাপদ। সাড়ে সাত সেন্টিমিটার দীর্ঘ এবং সমান প্রস্থের এ পট্টি নাভির চারপাশের পরিস্কার করে লাগিয়ে দিতে হয়। এতে থাকা ভেষজ উপাদানগুলো ক্ষুধা নিয়ন্ত্রণ করে, বিপাকীয় প্রক্রিয়া বাড়ায় এবং শরীরের ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করে। এভাবে এট পেটকে স্লিম করে দেয়। শুধু পেটের নয়, বেলি স্লিমিং প্যাচ শরীরের অন্যান্য অংশের চর্বি কমায় এবং উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরোল নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে বলেও দাবি উত্পাদকদের।

তারা বলছেন, এ পট্টি নাভিতে ব্যবহারের বিধান করা হয়েছে ঐতিহ্যবাহী চীনা চিকিত্সাপদ্ধতি মেনে, যেটি ২ হাজারেরও বেশি সময় ধরে অত্যন্ত ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছে। এটা পরীক্ষিত যে, নাভি এলাকায় রয়েছে রক্তনালীর আধিক্য।

উত্পাদকরা বলছেন, এ পট্টি ব্যবহার করার ১২ দিনের মধ্যেই ফল পাওয়া যায়। তাদের দাবি ২৮ দিনের এক ওজনহ্রাস-চক্রে ২০ পাউন্ড পর্যন্ত ওজন কমতে পারে এ পট্টি ব্যবহার করলে।

উত্পাদকরা বলছেন, শরীরের বহিরাঙ্গে অর্থাত্ ত্বকে ব্যবহার করা হয় বলে এ পট্টি দেহের অভ্যন্তরীণ অঙ্গের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তা সত্ত্বেও এটি ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি সতর্কতা অবলম্বন করতে বলেন তারা। তারা বলেন, অ্যালার্জি থাকলে কিংবা গর্ভধারণ ও শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময়পর্বে এটা ব্যবহার না করা ভালো।

চীনের বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে বেলি স্লিমিং প্যাচ। মানভেদে প্রতিটি পট্টির দাম পড়বে ৯ সেন্ট থেকে ২০ সেন্ট।

আমাদের অনুষ্ঠানে যথারীতি একজন শীর্ষ প্রস্তুতকারীর সঙ্গে যোগাযোগ করার উপায় জানিয়ে দিচ্ছি আমরা। টুকে নিন কোম্পানির নাম ও যোগাযোগের ঠিকানা: Tianjin Houdehanfang Science & Technology Co., Ltd., Jiahua business Center, 704 No. Room, Chenglin Road, Hedong District, Tianjin, China, Zip-300160, Telephone: 86-22-60981108, Fax: 86-22-60981108, website: www.yuekuo.com. Contact person: Ms. Ema Wen, Mobile phone: 8615332188115. নির্ভুলভাবে ঠিকানা জেনে নিতে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক