Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-২০: ভিক্ষুহীন রাজ্য
  2013-11-11 19:13:23  cri


সোনালি আঁশের সাদা ইঁদুর দানবিকে বশ করার পর অতল গুহা ছেড়ে আচার্য তিন শিষ্যকে নিয়ে ভারতবর্ষের পথে রওনা হলেন। একদিন হঠাত্ এক বৃদ্ধা এক ছেলের হাত ধরে সুয়ান চুয়াং-এর সামনে এলো। সে বললো, সামনে পশ্চিম দিকে তো যাচ্ছেন; কিন্তু এগোলে মৃত্যু আধারিত।

আচার্য কারণ জানতে চাইলে বৃদ্ধা বললো, আর ক্রোশ খানেক গেলেই ভিক্ষুহিন রাজ্য। ঐ রাজ্যের নির্মম রাজা প্রতিজ্ঞা করেছেন দশ হাজার ভিক্ষু হত্যা করবেন। তিনি এযাবত নয় হাজার নয়শো ছিয়ানব্বই জন ভিক্ষু হত্যা করেছেন। আপনাদের চারজনকে হত্যা করতে পারলেই পুর্ণ হবে তার প্রতিজ্ঞা।

উখোং দিব্যদৃষ্টি দিয়ে বুঝলো, বৃদ্ধা হলেন দেবি কুয়াংইন আর বালক হলো দেবপুত্র সুধন। উখোং তাড়াতাড়ি নতজানু হয়ে দেবিকে প্রণাম করলো। আচার্য ও দুই শিষ্যও প্রণাম করলো দেবিকে। তখন নিজরুপ নিয়ে দেবি মঙ্গল মেঘে চড়ে দক্ষিণ সাগরে চলে গেলেন।

কিন্তু আচার্য আর তার শিষ্যরা আর সামনে যাবেন কি? ভিক্ষুহিন রাজ্যে তারা আর কী কী বিপদে পড়বে? তা জানার জন্য এ গল্প শুনুন।

মন্তব্য
লিঙ্ক