Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-১৬: রেশমি জাল গুহা
  2013-10-14 18:28:35  cri


চুজি রাজ্য ছেড়ে আচার্য ও তার শিষ্যরা চলেছেন ভারতবর্ষের দিকে। বসন্তকাল শুরু হয়েছে। আবহাওয়া হয়েছে উজ্জ্বল ও বর্ণালি। সুন্দর আবহাওয়ায় তাঁরাও খুশি। একদিন পথে চলতে চলতে তাঁরা একটা বড়ো বাড়ি দেখলেন। আচার্য ভাবলেন, এখান থেকে কিছু খাবার সংগ্রহ করা যেতে পারে।

বাড়িতে ঢুকে সুয়ান চুয়ান দেখলেন, একটি ঘরে চারটি মেয়ে বসে আছে। একজন কাপড়ে ফুল তুলছে, অন্য তিনজন সুতোর বল নিয়ে খেলছে। একটু বিব্রত বোধ করলেও তিনি ঘরে ঢুকে পড়লেন এবং খাবার চাইলেন তাঁদের জন্য। আচার্য দেখলেন, ঘরের আসবার পত্র সব পাথরের এবং সমস্ত বাড়িতে কেমন এক থমথমে ভাব।

কিন্তু এ ঘরের মেয়েরা মানুষ? নাকি দানবী? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

মন্তব্য
লিঙ্ক