Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখ যাত্রা-১৩: কলাপাতার পাখা ধার নেয়া
  2013-09-16 19:27:01  cri


আচার্য সুয়াং চুয়াং, সুন উখোং এবং অন্যান্য দুজন শিষ্য পশ্চিমদিকের দেশে যাচ্ছেন। শরত্কালের স্নিগ্ধ আবহাওয়া হঠাত্ ক্রময় গরম হয়ে উঠলো। যেতে যেতে আচার্য একটা বাড়ির সামনে থামলেন। স্থানিয় এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এতো গরমের কারণ কি? বৃদ্ধের কাছ জানা গেলো, পশ্চিম দিকে প্রায় দশক্রোশ দূরে আছে অগ্নিশিখা পর্বত। সেখানকার আগুনের প্রচণ্ড তাপে প্রায় পঞ্চাশ যোজন এলাকার ঘাস পর্যন্ত মরে গেছে। ঐ আগুন পাহাড় ডিঙিয়ে যাবে এমন্ সাধ্য কারো নেই।

সকলেই ভয় পেয়ে থমকে গেলো। এমন সময় সেখানে এলো এক পিঠাওয়ালা। সুন উখোং তাকে বললো, 'শুনলাম এখানে শষ্য হয় না, তাহলে তুমি পিঠা তৈরি করার ময়দা পেলে কোথায়?' পিঠাওয়ালা তখন বললো, 'নিলকান্তমেঘ পর্বতের কদলিবগুহায় বাস করে পঙ্খকুমারি। তার কাছে আছে একটি কলাপাতার পাখা। ঐ পাখা দিয়ে প্রথমবার বাতাস করলে পাহাড়ের আগুন নিভে যায়। দ্বিতিয়বার বাতাস করলে হাওয়া বইতে শুরু করে। তৃতীয়বার বাতাস করলে বৃষ্টি হয়। ঐ পাখার সাহায্যে এভাবেই তারা ফসল ফলায়।'

কিন্তু এ কলাপাতার পাখা সুন উখোং কী ধার করতে পারবে? তা জানার জন্য এ গল্প শুনুন।

মন্তব্য
লিঙ্ক