Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-১৫: বোধিসত্বের ঘন্টা
  2013-10-07 19:56:36  cri


সপ্তশৃঙ্গ পর্বত ছেড়ে আচার্য ও তার তিন শিষ্য এগিয়ে যাচ্ছেন। যাত্রা পথে এক শহরের কাছে এসে দেখলেন যে সেখানে উড়ছে হলুদ পতাকা। পতাকায় লেখা 'চুজি রাজ্য'। শহরটি খুবই সুন্দর।

আচার্য এক সরাইখানায় উঠলেন। সরাইখানার পরিচালক তাঁদের পরিচয় পেয়ে সমাদর করলো খুব।

আচার্য গেলেন রাজদরবারে পরিচয়পত্র পেশ করতে। এখানকার রাজা প্রায় তিন বছর যাবত অসুখে ভুগছিলেন। মনে মনে তিনি সন্ধান করছিলেন একজন ভালো চিকিত্সকের। মহা থাং সাম্রাজ্যের এক তির্থযাত্রি দরবারে আসবেন শুনে তিনি খুব খুশি হলেন।

কিন্তু আচার্য ও তাঁর শিষ্যরা রাজার অসুখ সরাতে পারবে? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

মন্তব্য
লিঙ্ক