Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-১৮: দানবের কবল থেকে শিশু উদ্ধার
  2013-10-28 15:28:45  cri


তিন দানব দমনের পর শিথুও পর্বত ডিঙিয়ে আচার্য ও তার শিষ্যরা এগোচ্ছেন। বহু নদি-নালা অতিক্রম করে তাঁরা থামলেন এক নগরের সামনে। একটু বিশ্রাম দরকার সবারই। নগরদ্বারের সৈনিককে জিজ্ঞেস করে জানা গেলো, নগরের নাম 'বালক নগর'। আগে এর নাম ছিলো ভিক্ষারাজ্য।

আচার্য নগরে প্রবেশ করলেন। বেশ সমৃদ্ধিশালি অঞ্চল। প্রত্যেক বাড়ির দরজায় বর্ণালি সিল্কের কাপড় দিয়ে মোড়া রাজহাঁসের খাঁচা দেখে অবাক হলেন তাঁরা। উখোং মৌমাছির রূপ নিয়ে আট দশটি খাঁচা পরিক্ষা করে দেখলো যে প্রত্যেকটি খাঁচাতে আছে একটি করে শিশু। একথা শুনে আচার্য খুবই অবাক হলেন।

ঘটনাটি কি? কেন শিশুরা খাঁচাতে আছে? তা জানার জন্য এ গল্প শুনুন।

মন্তব্য
লিঙ্ক