Web bengali.cri.cn   
নতুন সেশনে শিক্ষা-অর্থনীতিতে ব্যাপক প্রবৃদ্ধি
  2013-09-16 18:48:29  cri


প্রতি বছরের সেপ্টেম্বরে চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শরত্কালীন সেশন শুরু হয়। এ মাসে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবাই শিক্ষা-সংক্রান্ত সামগ্রী কেনাকাটার জন্য ব্যস্ত থাকে। চীনের 'শিক্ষা-অর্থনীতি' এ সময় দ্রুত প্রবৃদ্ধি অর্জন করে।

জুলাই ও আগস্টে চীনের বিভিন্ন মার্কেটের মনিহারি দোকান ও ডিজিটাল পণ্যের দোকানে ছাত্রছাত্রী আর তাদের মা-বাবাদের সংখ্যা স্পষ্টভাবে বাড়ে। সিনহুয়া বইয়ের দোকানের একজন কর্মী জানান, আগস্ট মাসের শেষ দিকে নানা মনিহারি পণ্য আর লেখাপড়ার সহায়ক উপকরণের বিক্রির পরিমাণ সাধারণ দিনের দ্বিগুণ হয়। এ সময় বিভিন্ন ব্যাংক আর টেলিযোগাযোগ কোম্পানিও ব্যস্ত হয়ে ওঠে। নানা ব্যাংকিং কার্ড আর সিম কার্ড বিক্রির পরিমাণও অনেক বৃদ্ধি পায়। তাছাড়া চশমার দোকানেও ছাত্রছাত্রীর জন্য নানা অগ্রাধিকারমূলক সুবিধা প্রদান করা হয়। মা-বাবারা মনে করেন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের জন্য শিক্ষা-সামগ্রী কিনতে মোটামুটি গ্রহণযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় দশ হাজার ইউয়ান ব্যয় করতে হয়, যেটা চিন্তার বিষয়।

চিয়াংসু প্রদেশের মি. শির মেয়ে এ বছর নানচিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার পরিবারের জন্য এটা একটি সুখবর। সেজন্য মি. শি মেয়েকে সবচেয়ে ভালো ভালো সামগ্রী দিতে চান। তিনি হিসাব করেছেন, টিউশন ফি বাবদ ৫ হাজার ৮শ' ইউয়ান, জীবনযাপনে ৫ হাজার ইউয়ান, মোবাইল ফোন ও কম্পিউটারসহ নানা ডিজিটাল পণ্য বাবদ ১১ হাজার ২শ' ইউয়ান, পোশাক ও জুতার জন্য ৫ হাজার ইউয়ান এবং বিছানার চাদর ও লেপ বাবদ ১ হাজার ৮শ' ইউয়ান ব্যয় হবে। তিনি বলেন, "মেয়ে ১২ বছর ধরে পরিশ্রম করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার পছন্দের জিনিস কিনে পুরস্কার হিসেবে দিতে চাই। খরচ একটু বেশি হলেও আমরা কিনতে চাই। সন্তান দূরে গেলে মা-বাবা স্বাভাবিকভাবে চিন্তিত থাকেন। যদি তার প্রয়োজনীয় জিনিস সব দেওয়া যায়, তাহলে আমরা বাসায় নিশ্চিতে থাকতে পারবো।"

এক জরিপ থেকে জানা গেছে, এখন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি প্রায় ৫ হাজার ইউয়ান। নতুন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য আরো প্রায় ৭ হাজার ইউয়ান ব্যয় করতে হয়। তারপর পরিবহণ আর জীবনযাপনের খরচসহ একজন নতুন শিক্ষার্থীর প্রায় ১৫ হাজার ইউয়ান দরকার হয়। গত নব্বইয়ের দশকের প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ের একজন নতুন শিক্ষার্থীর খরচ হতো মাত্র কয়েক শ' ইউয়ান। বিশ বছরে এ খাতে ব্যয় বেড়েছে প্রায় ১০০ গুণ।

জীবনযাপনের মান উন্নত হওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের কেনাকাটার তালিকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া মোবাইল ফোন, কম্পিউটার ও ক্যামেরাসহ নানা ইলেকট্রনিক পণ্য অপরিহার্যভাবে যুক্ত হয়েছে। ডেল ল্যাপটপ দোকানের একজন বিক্রয়কর্মী বলেন, "আগস্ট মাস থেকে শিক্ষার্থী ক্রেতার সংখ্যা অনেক বেড়েছে। ক্রেতাদের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ হচ্ছে ছাত্র-ছাত্রী।"

পেইচিংয়ের চোংকুয়ানছুন অঞ্চলের অ্যাপল ব্র্যান্ডের দোকানের একজন কর্মী জানান, জুলাই মাস থেকে তাদের বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দোকানে আসা ক্রেতাদের ৮০ শতাংশ হচ্ছে শিক্ষার্থী ও তাদের মা-বাবা। প্রতি পাঁচটি আইপ্যাডথ্রি বিক্রি হলে, তার মধ্যে কমপক্ষে দুটি আইপ্যাডথ্রি কিনছে শিক্ষার্থীরা।

নতুন সেশন সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার বাড়িভাড়াও বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে না থেকে কাছে কোনো বাড়িতে ভাড়া থাকে। কিছু সংখ্যক মাস্টার'স পর্বের শিক্ষার্থীরাও ভালো মানের বাড়ি ভাড়া করেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মা-বাবারা নিজেদের সন্তানদের সঙ্গে থাকতে চান। তারাও বিশ্ববিদ্যালয়ের পাশে কোনো বাড়ি ভাড়া করে থাকেন। ফলে বিশ্ববিদ্যালয় এলাকার বাড়িভাড়া বৃদ্ধি পায়।

শিক্ষা-অর্থনীতি অনলাইন দোকানগুলোর দৃষ্টিও আকর্ষণ করে। চীনের অনলাইন দোকানগুলো এ বাণিজ্যিক সুযোগ কাজে লাগিয়ে পণ্যমূল্যে নানা ছাড় দেয়। অনলাইন শপের জন্য ঘর ভাড়া, কর্মীদের বেতন আর বিজ্ঞাপনের খরচ কম বলে সাধারণ দোকানের চেয়ে এগুলোর পণ্যের দামও অনেক কম হয়। ফলে এখন অনেক ছাত্র ও তাদের মা-বাবা ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করতে পছন্দ করেন। সুনিং ঈগো, চিংতোং মল, টিমল মলসহ চীনের সুপরিচিত নানা অনলাইন শপ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মৌসুমে বিশেষ মূল্যছাড় দেয়। অনলাইন দোকানগুলোর পণ্য-তালিকায় পার্বত্য সাইকেল থেকে শুরু করে ছোট মেয়েদের বিছানায় সাজানো সফ্ট টয় পর্যন্ত সব পাওয়া যায়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রাক্কালে ব্যাপক কেনাকাটা প্রসঙ্গে নানচিং বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান একাডেমির সহযোগী অধ্যাপক হু সিয়াও উ বলেন, এমন অবস্থা ঘটার প্রধান কারণ হলো বৈষয়িক অবস্থার উন্নয়ন আর পরিবারের ক্রয়ক্ষমতার বৃদ্ধি ভোগের পরিবেশ সৃষ্টি করে। যুগের পরিবর্তনের সাথে সাথে তথাকথিত নিত্যপণ্যের আওতা অনবরত সম্প্রসারিত হচ্ছে। এক সন্তান বিশিষ্ট পরিবারে মা-বাবা সন্তানকে আরো বেশি আদর করে।

তবে শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, শিক্ষা-সংক্রান্ত ব্যয় সুবিবেচনাপ্রসূত ও উপযোগী হতে হবে। অতিরিক্ত বিলাসী ব্যয় শিক্ষার্থীদের মানসিকতা আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। (ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক