Web bengali.cri.cn   
ডিজিটাল প্রকাশনা বাজার আরো উন্মুক্ত করবে চীন
  2013-09-02 17:48:50  cri


পেইচিং আন্তর্জাতিক প্রকাশনা ফোরাম-২০১৩ গত ২৭ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল 'সম্পূর্ণ মাধ্যম যুগের প্রকাশনা শিল্প – সংমিশ্রণ, সুযোগ ও ভবিষ্যত'। এখন শুনুন এ ফোরাম সম্পর্কিত একটি প্রতিবেদন।

এবারের ফোরামে চীনের জাতীয় তথ্য প্রকাশনা বেতার ও টেলিভিশন প্রশাসনের উপ-মহাপরিচালক উ সু লিন জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীনের ডিজিটাল প্রকাশনা শিল্প দ্রুত গতিতে বিকশিত হয়েছে। ২০১২ সালে চীনের ডিজিটাল প্রকাশনা শিল্পের মোট আয় ছিল প্রায় ২০০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি। এ অঙ্ক তার আগের বছরের চেয়ে ৪০ শংতাশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, "পরবর্তীকালে চীন ডিজিটাল প্রকাশনা বাজার আরো উন্মুক্ত করবে। বিদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ইন্টারনেট প্রতিষ্ঠান চীনে এসে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তথ্য উত্পাদন, নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা, ডিজিটাল প্রকাশনার মানদণ্ড নির্ধারণ এবং ডিজিটাল গ্রন্থস্বত্বের সংরক্ষণসহ নানা ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে।"

শিল্পোন্নত দেশের তুলনায় চীনের ডিজিটাল প্রকাশনা শিল্প এখনো অপেক্ষাকৃত নিম্ন মানে আছে। চীনের বিজ্ঞান প্রকাশক মাধ্যম গোষ্ঠির বোর্ড চেয়ারম্যান লিউ চিয়ান ছাও বলেন,"আমাদের অনেক ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থার প্রক্রিয়া এখনো ডিজিটালাইজ্‌ড হয়নি। চীনে তথ্যপ্রযুক্তি পণ্যের বাহক এখনো কাগুজে মাধ্যম। ডিজিটাল পণ্যের আয় অপেক্ষাকৃত কম। প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে প্রধান অংশ এখনো সম্পাদক ও প্রচারকর্মী। তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রকৌশলীর সংখ্যা কম। গ্রন্থস্বত্বের সংরক্ষণ আর বাজারের পরিবেশ ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ও উন্নয়নকে সীমাবদ্ধ করেছে।"

লিউ চিয়ান ছাও সংবাদদাতাকে বলেন, তাদের একটি কাগজের ম্যাগাজিন প্রতি ইস্যুতে প্রায় ৩০ হাজার ছাপানো হয়। কিন্তু ওয়েবসাইটে এ ম্যাগাজিনের ডাউনলোড হয় ২০ লাখেরও বেশ বার।

জাতীয় তথ্য প্রকাশনা বেতার ও টেলিভিশন প্রশাসনের উপ-মহাপরিচালক উ সু লিনও বলেন, তথ্য প্রকাশনা আর বিজ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণ হচ্ছে চীনের তথ্য প্রকাশনা শিল্পের ভবিষ্যত উন্নয়নের গুরুত্বপূর্ণ দিক। তা ছাড়া চীন সরকার তথ্য প্রকাশনার উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী তথ্য প্রকাশনা সংস্থাগুলোর রূপান্তর ও সংস্কারকে সমর্থন করবে, তথ্য প্রকাশনালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতাকে উত্সাহ দেবে এবং চীন ও বিদেশি ডিজিটাল প্রকাশনা ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা আরো জোরদার করবে।

উ সু লিন আরো বলেন, "আমরা আশা করি, ডিজিটাল প্রকাশনা ক্ষেত্র, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে চীন ও বিদেশের সহযোগিতা আরো জোরদার হবে। বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চীনের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ডিজিটাল প্রকাশনা প্রকল্পের কোর্স চালু করতে পারে। আমরা আশা করি, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো আর সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠান চীনের প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য নানা ধরনের প্রশিক্ষণের আয়োজন করবে।"

উ সু লিন আশা করেন, অন্য দেশ চীনের প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কাছে বাজার আরো উন্মুক্ত করবে। (ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক