Web bengali.cri.cn   
কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সি চিং পিংয়ের
  2013-09-11 19:09:43  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক

সেপ্টেম্বর ১১: কিরগিজস্তান সফররত চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বুধবার বিশকেকে ওই দেশটির প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সঙ্গে বৈঠক করেন। দু'নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে মত বিনিময় করেন।

বৈঠককালে দু'নেতা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতৈক্যে পৌঁছান।

বৈঠকে সি চিনপিং বলেন, দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারির সম্পর্ক প্রতিষ্ঠা দু'দেশের জনগণের প্রত্যাশা।

রাজনৈতিক বিষয়ে দু'দেশের পরস্পরকে সমর্থন করা উচিত – একথা উল্লেখ করে তিনি বলেন, চীন কিরগিজস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে চায়।

আতামবায়েভ বলেন, চীন হলো কিরগিজস্তানের মহান প্রতিবেশী ও বিশ্বাসযোগ্য অংশীদার। তিনি প্রেসিডেন্ট সির 'রেশমপথ-অর্থনীতি অঞ্চল' প্রতিষ্ঠা-সম্পর্কিত প্রস্তাবের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

কিরগিজস্তান চীনের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন সাধন করতে চায় বলে উল্লেখ করেন আতামবায়েভ।

বৈঠকের পর দু'নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা-সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করেন।

সি চিনপিং মঙ্গলবার কিরগিজস্তান সফর শুরু করেন। সেখানে তিনি শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ পরিষদের ১৩তম অধিবেশনে যোগ দেবেন। (ছাই/এসআর)

মন্তব্য
লিঙ্ক