Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের কিরগিজস্তান সফর শুরু
  2013-09-11 18:22:20  cri

সেপ্টেম্বর ১০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কিরগিজস্তানে রাষ্ট্রীয় সফরের উদ্দেশে মঙ্গলবার রাতে দেশটির রাজধানী বিশকেকে পৌঁছেছেন।

তিনি ১৩ সেপ্টেম্বর বিশকেকে অনুষ্ঠেয় শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষনেতা পরিষদের ১৩তম অধিবেশনে অংশ নেবেন।

সফরকালে সি চিন পিং প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী জানতোরো সাতিবালদিয়েভ এবং সংসদের স্পিকার আসিলবেক জেনবেকোভের সঙ্গে সাক্ষাত্ করবেন।

তাঁরা চীন-কিরগিজস্তানের সম্পর্ক গভীর করা এবং পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করাসহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করবেন।

দু'দেশের শীর্ষনেতারা এ সফরের ফলাফল-সম্পর্কিত দলিলে স্বাক্ষর করবেন। এছাড়া তাদের উপস্থিতিতে দু'দেশের সংশ্লিষ্ট বিভাগ ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা-দলিল স্বাক্ষরিত হবে।

সম্প্রতি কিরগিজস্থানের প্রেসিডেন্ট আতামবায়েভ বলেন, তাঁর দেশ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর এবং শাংহাই সহযোগিতা সংস্থার বিশকেক শীর্ষসম্মেলন থেকে সাফল্য প্রত্যাশা করে।

তিনি আশা করেন, এবারের সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সামনে এগিয়ে যাবে। (ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক