Web bengali.cri.cn   
কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক; সহযোগিতা জোরদারের আশাবাদ
  2013-09-08 18:12:20  cri
সেপ্টেম্বর ৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শনিবার আসতানায় কাজাখস্তানের প্রধানমন্ত্রী সেরিক আখমেটভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা দু'দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় চীনের প্রেসিডেন্ট বলেন, "দু'দেশের মধ্যে সহযোগিতার সম্পর্কের সুষ্ঠু বিকাশ হচ্ছে। তবে, দু'দেশেরই উচিত আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মসূচি প্রণয়ন করা।" পরিকল্পনা অনুযায়ী যথাসময়ের মধ্যে দু'দেশের মধ্যে তেলের পাইপলাইন নির্মাণের কাজ শেষ হওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।

জবাবে কাজাখস্তানের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সফরকে 'ফলপ্রসূ' আখ্যায়িত করে বলেন, "দু'দেশের নতুন সহযোগিতার লক্ষ্য ও ক্ষেত্র নির্ধারিত হয়েছে এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা-চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।" তিনি জানান, ২০১৫ সালে দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০০০ কোটি মার্কিন ডলার। কাজাখস্তান সরকার এ লক্ষ্য অর্জন করতে এবং চীনের সাথে জ্বালানিসম্পদ, অর্থ বিনিয়োগ ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করতে ইচ্ছুক বলেও তিনি জানান। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক