Web bengali.cri.cn   
তাশখন্দে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন সি চিন পিং
  2013-09-09 19:14:36  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আর উজবেকিস্তানের প্রেসিডেন্ট আবদুগানিইয়েভিচ করিমভ

সেপ্টেম্বর ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার তাশখন্দে উজবেকিস্তানের প্রেসিডেন্ট আবদুগানিইয়েভিচ করিমভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা দু'দেশের সম্পর্ক উন্নয়ন ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।

এসময় সি চিন পিং বলেন, "আমরা "চীন-উজবেকিস্তান বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি" স্বাক্ষর করে দু'দেশের সম্পর্ক উন্নয়নের নীতি ও পদ্ধতি আইন দিয়ে নির্ধারণ করবো। দু'দেশেরউ উচিত পরস্পরের উন্নয়নের নীতিকে সম্মান করা এবং বিভিন্ন সমস্যায় একে অপরকে সমর্থন করা।"

বৈঠকে চীনের প্রেসিডেন্ট কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলো হচ্ছে: এক. ২০১৭ সালে দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা, দ্রুত চীন-উজবেকিস্তান অবাধ বাণিজ্য অঞ্চলের আলোচনা শুরু করা ও পারস্পরিক অর্থ-বিনিয়োগ বাড়ানো; দুই. জ্বালানিসম্পদ খাতে সহযোগিতা জোরদার করা ও চীন ও উজবেকিস্তানের মধ্যে প্রাকৃতিক গ্যাস লাইনের নিরাপত্তা ও স্থিতিশীল পরিবহন নিশ্চিত করা; তিন. অবকাঠামো খাতে পারস্পরিক সহযোগিতা উন্নয়ন করা ও দ্রুত চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলওয়ে ও সড়ক যোগাযোগ চালু করা; চার. যৌথভাবে শিল্প ও কৃষিক্ষেত্র নির্মাণ করা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করা; পাঁচ. সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো এবং উজবেকিস্তানে কনফুসিয়াস ক্লাসরুম চালু করা।

জবাবে করিমভ বলেন, "চীন হল উজবেকিস্তানের বিশ্বাসযোগ্য বন্ধু। উজবেকিস্তান সেদেশে চীনের অর্থ-বিনিয়োগকে স্বাগত জানায় এবং চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও যোগাযোগ উন্নয়ন করতে চায়।"

এ ছাড়া, বৈঠকে দু'নেতা মধ্য-এশিয়ার পরিস্থিতি ও আফগানিস্তান সমস্যা নিয়েও মত বিনিময় করেন।

বৈঠকের পর দু'নেতা দুটো চুক্তি স্বাক্ষর করেন। (ছাই/আলিম)

মন্তব্য
লিঙ্ক