চীনা প্রেসিডেন্ট ও বিশ্ব বাণিজ্য সংস্থা প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
2013-09-05 18:59:09 cri
সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রোবার্টো আজেভেদোর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে সিন চিন পিং বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা-কেন্দ্রিক বহুপাক্ষিক বাণিজ্য-ব্যবস্থা হলো বাণিজ্যের অবাধকরণের ভিত্তি। একটি উন্মুক্ত, ন্যায়সঙ্গত ও সচ্ছল বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থের জন্য সহায়ক।
মহাপরিচালক রোবার্টো আজেভেদোর নেতৃত্বে বিশ্ব বাণিজ্য সংস্থা দোহা রাউন্ড আলোচনাকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ব বাণিজ্য এবং তার নিজের কাজকে সমর্থন দেওয়ার জন্য আজেভেদো চীন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করে বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করতে এবং বহুপাক্ষিক বাণিজ্য-ব্যবস্থাকে সুরক্ষা দিতে চায়।
লিলি/এসআর
সংশ্লিষ্ট প্রতিবেদন
| ||||
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক