Web bengali.cri.cn   
সেন্ট পিটারসবার্গে পৌঁছালেন প্রেসিডেন্ট সি চিন পিং
  2013-09-05 10:08:16  cri

সেপ্টেম্বর ৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার রাশিয়ার সেন্ট পিটারসবার্গে পৌঁছেছেন। তিনি ৫ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ এর অষ্টম শীর্ষসম্মেলনে উপস্থিত থাকবেন।

স্থানীয় সময় বিকেল ৬টা ৫০ মিনিটে সি চিন পিং একটি বিশেষ বিমানে করে সেন্ট পিটারসবার্গের পুলকোভো বিমান বন্দরে পৌঁছান। রাশিয়া ফেডারেল সরকার আর সেন্ট পিটারসবার্গের পৌর সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা আর রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত লি হুই এ সময় বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান।

এবারের শীর্ষ সম্মেলনে প্রধানত বিশ্ব অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি, বিনিয়োগ, বাণিজ্য, উন্নয়ন, আন্তর্জাতিক মুদ্রা ও অর্থ ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলন চলাকালে সি চিন পিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রমুখ শীর্ষনেতা আর আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। এছাড়া তিনি ব্রিকস দেশগুলোর নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, সি চিন পিং তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় সফর শেষে সেন্ট পিটারসবার্গে পৌঁছেছেন। (ইয়ু/লিপন)

মন্তব্য
লিঙ্ক