'ফু সিং' গ্যাসক্ষেত্র জ্বালানি খাতে তুর্কমেনিস্তান ও চীনের সহযোগিতার নিদর্শন: সি চিন পিং
2013-09-04 18:59:54 cri
সেপ্টেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, 'ফু সিং' গ্যাসক্ষেত্র হল জ্বালানি খাতে চীন ও তুর্কমেনিস্তানের সহযোগিতার অন্যতম নিদর্শন। তিনি বুধবার তুর্কমেনিস্তানে, চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক নির্মিত, 'ফু সিং' গ্যাসক্ষেত্রের প্রথম পর্যায়ের কাজের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। তিনি দু'দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তুর্কেমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহামেদোভ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, তুর্কমেনিস্তান চীনের সাথে অব্যাহতভাবে প্রাকৃতিক গ্যাসের উন্নয়ন ও পরিবহন এবং আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক। (লিলি/আলিম )
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক