Web bengali.cri.cn   
জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে তুর্কমেনিস্তান ত্যাগ করলেন চীনের প্রেসিডেন্ট
  2013-09-04 19:07:44  cri
    সেপ্টেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তুর্কমেনিস্তানে তার সফল সফর শেষ করে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে রওয়ানা হন ।

    এদিকে, মঙ্গলবার তুর্কমেনিস্তানের আশহাবাদে পৌঁছার পর তিনি দেশটির প্রেসিডেন্ট গুরবানগুলি বার্দিমুহামেদোভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দু'পক্ষ 'চীন-তুর্কমেনিস্তান কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত যৌথ বিবৃতি' স্বাক্ষর করে।

    একই দিনে চীনের প্রেসিডেন্ট দেশটির প্রয়াত প্রথম প্রেসিডেন্ট সাপারমুরাত নিয়াজোভের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। (স্বর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক