চীনের প্রেসিডেন্ট সি চি পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
সেপ্টেম্বর ৫: বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দু'নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বৈঠকশেষে তারা কয়েকটি সহযোগিতা-চুক্তিও স্বাক্ষর করেন।
বৈঠককালে চীনের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংস্কার এগিয়ে নিয়ে যাওয়া এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার প্রশ্নে চীন রাশিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে যেতে চায়।
জবাবে রুশ প্রেসিডেন্ট এবারের জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজনে চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা করতে রাশিয়াও আগ্রহী।
বৈঠকের পর দু'নেতা জ্বালানি-সম্পদ, বিমান ও আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন। (স্বর্ণা/আলিম)
| ||||