Web bengali.cri.cn   
আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সি চিন পিংয়ের সাক্ষাত্
  2013-09-05 19:07:17  cri
সেপ্টেম্বর ৫: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রোবার্টো আজেভেদোর সঙ্গে সাক্ষাত্কালে প্রেসিডেন্ট সি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা-কেন্দ্রিক বহুপাক্ষিক বাণিজ্য-ব্যবস্থা হলো বাণিজ্যের অবাধকরণের ভিত্তি। একটি উন্মুক্ত, ন্যায়সঙ্গত ও সচ্ছল বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থের জন্য সহায়ক।

মহাপরিচালক রোবার্টো আজেভেদোর নেতৃত্বে বিশ্ব বাণিজ্য সংস্থা দোহা রাউন্ড আলোচনাকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ব বাণিজ্য সংস্থা এবং তার নিজের কাজকে সমর্থন দেওয়ার জন্য আজেভেদো চীন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করে বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করতে এবং বহুপাক্ষিক বাণিজ্য-ব্যবস্থাকে সুরক্ষা দিতে চায়।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সঙ্গে সাক্ষাত্কালে প্রেসিডেন্ট সি বলেন, আগামী বছর চীন ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে দু'দেশের উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা উচিত্।

পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন ও ব্রাজিলের মধ্যকার সমন্বয় জোরদার করার মধ্য দিয়ে যৌথভাবে বিশ্বের সামনে নবোদিত বাজার অর্থনীতিগুলোর উজ্জ্বল ভবিষ্যত তুলে ধরা উচিত্ বলেও তিনি মন্তব্য করেন।

একই দিন আর্জেনটিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফের্নান্দেজ দ্য কিরচনারের সঙ্গেও সাক্ষাত্‌ করেন প্রেসিডেন্ট সি।

লিলি/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক