Web bengali.cri.cn   
সাগর
  2013-09-05 16:27:54  cri

নিজের এই ডকুমেন্টারী প্রসঙ্গে পেরিন বলেন, 'সাগর হলো গোটা বিশ্বের মানবজাতি ও সভ্যতার সম্পত্তি। তাই মানবজাতি নিজের ইচ্ছা আর খেয়ালখুশি মতো সাগরকে নষ্ট করতে পারে না বা এ অধিকার তার নেই। মানবজাতি কেবল প্রকৃতির সঙ্গে ভালোভাবে আচরণ করে তার সঙ্গে সম্প্রীতিতে সহাবস্থান করতে পারে।'

প্রিয় শ্রোতা, আজকের আলোছায়া অনুষ্ঠান প্রায় শেষ হলো। এখানে একটি ঘোষণা আরও একবার দিতে চাই। শ্রোতাবন্ধুরা, চলতি বছরের মার্চ মাস থেকে প্রতি মাসে যারা আলোছায়া অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছেন এবং আমাকে ই-মেইল বা চিঠি লিখে অনুষ্ঠান সম্পর্কে সুচিন্তিত মতামত এবং উপলব্ধি জানাচ্ছেন, তাদের মধ্য থেকে প্রতিমাসে একজন উত্সাহী শ্রোতা নির্বাচন করা হবে এবং তার জন্য বাংলা বিভাগ এবং আমার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় একটি উপহার।

আমি আপনাদের চিঠি বা ই-মেইলের অপেক্ষায় রইলাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহের বৃহস্পতিবারে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এখন শুনুন আমার সহকর্মী সাইদুর রহমান লিপনের পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। চাই চিয়েন।

লিলি/লিপন


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক