Web bengali.cri.cn   
সাগর
  2013-09-05 16:27:54  cri

দ্বিতীয় অংশে সত্যজিত্ রায়ের সিনেমা পথের পাঁচালি ভালো মন্দ সকল দিক এবং সত্যজিত্ রায়ের উপর পরিবেশনা শুনলাম। এক কথায় সুন্দর। অনেক অজানা তথ্য উঠে আসল। ভালো লাগলো সত্যি পরিবেশনাগুলো। তবে সিনেমার অপুর কিছু কথা বাজিয়ে শোনানো যেত। এটা সবার কাছে বেশ গ্রহণীয় হত বলেই আমার কাছে মনে হয়। আমার মত অনেক শ্রোতাই পথের পাঁচালি দেখেনি।

ভারত এবং চীনের যৌথ প্রযোজনায় 'চাঁদনী চক টু চায়না' নামে একটি সিনেমাটি করা হয়েছে। আলোছায়া অনুষ্ঠানে উক্ত সিনেমাটির উপর পরিবেশনা শুনতে চাই। আশাকরি আমায় নিরাশ করবেন না।

লিলি(লাবণ্য) আপু এবং সাইদুর রহমান লিপন ভাইয়ার পরিবেশনায় আজকের দু'টো পরিবেশনায় বেশ উপভোগ্য ছিলো। ধন্যবাদ দুজনকেই সুন্দর মূহুর্ত উপহার দেবার জন্য।

প্রিয় রিপন ভাই, ইমেইল দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইমেইলে আপনার উল্লেখ করা 'চাঁদনী চক টু চায়না' সিনেমাটি আসলে আমি এই অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আমি চীনের ইন্টারনেটে ছবিটি খুঁজে বের করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কেবল দুই বা তিন মিনিটের একটি ভিডিও পাওয়া যায়। এ সিনেমার গল্প সম্পর্কে আমি কিছুই জানি না। তাই আপনার এই অনুরোধ পূরণ করতে পারছি না। যদি ভবিষ্যতে কখনো সিনেমাটি ইন্টারনেটে পাই তাহলে নিশ্চয়ই এর ওপর পরিবেশনা তৈরী করবো। এখন পারছি না বলে আন্তরিক ভাবে দুঃখিত।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক