Web bengali.cri.cn   
সাগর
  2013-09-05 16:27:54  cri

'বিশ্ব সভ্যতা রক্ষায় সাগর'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে একটি ডকুমেন্টারী। ফ্রান্সের ডকুমেন্টারী চলচিত্র নির্মাণে খ্যাতনামা দু'জন পরিচালক জ্যাক পেরিন এবং জ্যাক ক্লুজাউদ যৌথভাবে নির্মাণ করেন এই ডকুমেন্টারী চলচিত্রটি।

চলচ্চিত্রের শুরুতে একটি ছেলে সাগর দেখে জিজ্ঞাসা করে, 'এটা কি সাগর? তাহলে সাগর কী?' ডকুমেন্টারীর পরিচালকদ্বয় 'সাগর' নামে এ সিনেমার মাধ্যমে সাগর সংরক্ষণের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এবং মানব সভ্যতার সাথে জড়িয়ে থাকা বেশ কিছু সংখ্যক বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রাণীর পরিচয় করিয়ে দিতে চেয়েছেন। ডকুমেন্টারীতে পরিচালক তাদের বিশেষ দৃষ্টিতে প্রাণীকুল এবং প্রাকৃতিক সৌন্দর্য্য প্রদর্শনের পাশাপাশি সাগরের ওপর মনাবজাতির উপর্যুপরি তত্পরতার নানাবিধ ক্ষতিকর প্রভাবও তুলে ধরেন।

'সাগর' ডকুমেন্টারী নির্মাণে মোট ৫ বছর সময় লেগেছে এবং এই ছবি নির্মাণে ৫ কোটি ইউরো ব্যয় করা হয়। এটিই হচ্ছে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল একটি ডকুমেন্টারী।

সাগর কী? চলচিত্রটি দেখার পর আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন।

এই ডকুমেন্টারী নির্মাণে যে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, পরিচালকেরা এ অর্থ সংগ্রহ করলেন কীভাবে? এ প্রসঙ্গে পেরিন বলেন, 'আমাদের পদ্ধতি খুব স্বাভাবিক এবং প্রচলিত। তা হলো আইডিয়া বা ধারণা বিক্রি করা। আমার কথা হচ্ছে, আমাদের শিশুদেরকে প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশে বসবাস করা প্রাণীজগত ও তাদের বৈচিত্রকে দেখানো উচিত্। আর এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে অবিলম্বে এবং সর্বপ্রথম আমাদের পরিবেশ সংরক্ষণ করা উচিত। আমি আমার এই ধারণা আর্থিক প্রতিষ্ঠান, ফাউন্ডেশন ও কোম্পানির কার্য নির্বাহকদেরকে জানিয়েছি এবং তারাও বেশ ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে এসেছেন। আমরা যুক্তরাষ্ট্রের সুবিখ্যাত স্লোন ফাউন্ডেশন থেকে অনেক সাহায্য এবং বিশাল অংকের অর্থ পেয়েছি। এসব টাকা দিয়ে আমাদের সাগরের গভীরে গিয়ে শুটিং করেছি।'

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক