Web bengali.cri.cn   
ঢাকা-ইয়াংগুন ফ্লাইট পরিচালনার জন্য চুক্তি করল বাংলাদেশ ও মিয়ানমার
  2013-08-30 10:25:33  cri

আগস্ট ৩০: দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর আবারো শুরু হতে যাচ্ছে ঢাকা ও ইয়াংগুনের মধ্যে বেসামরিক বিমান চলাচল। এ-জন্য বৃহস্পতিবার ঢাকায় দু'দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন এবং মিয়ানমারের বেসামরিক বিমান চলাচল বিভাগের উপ-পরিচালক উইন সু তান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দু'দেশের মধ্যে সপ্তাহে ৭টি করে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। দু'দেশের যে-কোনো বিমান পরিবহন সংস্থা এই ফ্লাইট পরিচালনার সুযোগ পেতে পারবে। ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ এই রুটে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৭৭ সালে সর্বপ্রথম ঢাকা-ইয়াংগুন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল। কিন্তু ২০০৬ সালে এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। (আলিম)

মন্তব্য
লিঙ্ক