Web bengali.cri.cn   
এশীয় যুব গেমসে অধিক বয়সী ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা ১৪-এ উন্নীত
  2013-08-22 17:31:05  cri
আগস্ট ২২: দ্বিতীয় এশীয় যুব গেমসে চার জন ভারতীয় ভারোত্তোলকে অধিক বয়সী খেলোয়াড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে, গেমসের নিয়ম বহির্ভুতভাবে অংশ নেয়া অধিক বয়সী ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ালো ১৪-এ।

এশীয় ভারোত্তোলন ফেডারেশনের মহাসচিব আলি মোরাদি বুধবার স্বীকার করেছেন যে, ভারতের একজন পুরুষ ও তিন জন নারী খেলোয়াড়কে বেশি বয়সের কারণে গেমস থেকে বহিস্কার করা হয়েছে। নিয়মানুসারে, যেসব খেলোয়াড়ের জন্মতারিখ ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেম, তারাই কেবল গেমসে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এশীয় ভারোত্তোলন ফেডারেশন ১৯৯৬ সালে জন্মগ্রহণ করা পাঁচ জন প্রতিযোগীকে এ-পর্যন্ত চিহ্নিত করেছে।

এদিকে, একই দিনে ভারতের দৌড়-ঝাঁপ-নিক্ষেপ ইন্টেভের প্রদীপ শ্রীভাস্তব জানিয়েছেন, এ-পর্যন্ত ভারতের তিন জন পুরুষ ও সাত জন নারী অ্যাথলেটকে অধিক বয়সী হবার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছে।(ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক