Friday Apr 4th   2025 
Web bengali.cri.cn   
চীনের নানচিংয়ে শুরু হয়েছে দ্বিতীয় এশিয় যুব গেমস
  2013-08-19 17:12:20  cri

আগস্ট ১৯: চীনের নানচিংয়ে শুরু হয়েছে দ্বিতীয় এশীয় যুব গেমস। গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হয় ১৬ আগস্ট।

বাংলাদেশের ক্রীড়া দল মাঠে প্রবেশ করছে

পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকাসহ এশিয়ার ৪৫টি দেশের প্রায় ২৫০০ জন খেলোয়াড় আট দিনের এই গেমসে অংশগ্রহণ করছেন। গেমসে ১৬টি বিভাগে ১২২টি ইভেন্ট রয়েছে।

ভারতের অলিম্পিক কমিটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত থাকায় গেমসে দেশটি আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারছে না। তবে, ভারতীয় অ্যাথলেটরা স্বাধীন খেলোয়াড় হিসেবে তাতে অংশ নিচ্ছেন। (ইয়ু/আলিম)

1 2
মন্তব্য
লিঙ্ক