
উত্তেজক ওষুধ গ্রহণের কারণে পাওয়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে লি নিং

2013-07-18 20:50:43 cri
জুলাই ১৭: উত্তেজক ওষুধ গ্রহণের কারণে ফ্লাইম্যান হিসেবে খ্যাত জামাইকার বিখ্যাত দৌড়বিদ আসাফ পাওয়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লি নিং কোম্পানি। খবর সিন হুয়া বার্তা সংস্থার।
এক বিবৃতিতে লি নিং কোম্পানি বুধবার বলেছে, দীর্ঘ সময় ধরে পাওয়েলের প্রচেষ্টা ও সাফল্য বিবেচনা করলে তাঁকে সম্মান করা দরকার। তবে নিষিদ্ধ ওষুধ গ্রহণের কারণে তাঁর সঙ্গে সহায়তার সম্পর্ক ছিন্ন করা জরুরি।
সম্প্রতি এক পরীক্ষায় পাওয়েলের মূত্রে নিষিদ্ধ ওলোমথ ফরিন্টের উপস্থিতি পাওয়া যায়। তবে তিনি বলেন, তিনি কখনো নিজে এসব ওষুধ খাননি।
লি নিং কোম্পানি জানায়, পাওয়েল নিষিদ্ধ ওষুধ গ্রহণ করেছেন এটি চূড়ান্তভাবে প্রমাণিত হলে তারা সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে সহযোগিতার অবসান ঘটাবে। (ওয়াং হাইমান/এসআর)
সংশ্লিষ্ট প্রতিবেদন

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
