Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-৯: তিনটি দানব দমন
  2013-08-19 17:31:59  cri


আচার্য ও তাঁর শিষ্য পথ চলছেন। কতোদিন কতো বছর যে চলে গেলো তার হিসেব নেই। চলার পথে একদিন বেশ হট্টগোল শোনা গেলো। দুর থেকে ভেসে আসছিলো আওয়াজ। উখোং এক লাফে আকাশে উঠে দেখলো শহরের বাইরে বহু বৌদ্ধ সন্যাসি একটি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। আর দুজন তাও সন্যাসি তাদের খবরদারি করছে। উখোং তাও সন্যাসির রূপ নিয়ে ঐ দুই সন্যাসির কাছ থেকে জানতে পারলো যে এই রাজ্যের নাম ছেছি। বিশ বছর যাবত এই রাজ্যে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তাও রাজা বৌদ্ধ সন্যাসিদের বৃষ্টি নামানোর নির্দেশ দেন। কিন্তু কয়েক রাত মন্ত্র পড়েও তারা বৃষ্টি আনতে পারেনি। হঠাত্ আকাশ থেকে তিন জন তাও সন্যাসি --- বাঘদেব, হরিণবেদ আর ছাগলদেব এসে বৃষ্টি নামায়। রাজা সন্তুষ্ট হয়ে রাজগুরু নিযুক্ত করেন তাদের। এছাড়াও রাজা মন্দিরের সব বুদ্ধমুর্তি ভাঙার আদেশ দেন। শুধু তাই নয়, রাজ্যের যতো বৌদ্ধ এবং তাও সন্যাসি আছে, সবাইকে দাস নিযুক্ত করেন।

উখোং এ তিনটি দানব দমন করতে পারবে? তা জানার জন্য এ গল্প শুনুন।

মন্তব্য
লিঙ্ক