Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-৪: শুকর দানব জামাই
  2013-07-15 18:04:24  cri

শুকর দানব জামাই ও তার সুন্দরী বৌ


স্টুবেট দেশে প্রাচিন কাও লাও চুয়াং গ্রামে এক লোক বাস করতো। তার তিনটি কন্যা রেখে তার স্ত্রি অল্পবয়সে মারা যায়। তার দুই মেয়ে বিবাহিত। তারা দুরে থাকে। তৃতীয় কন্যা ছুই লান এখনও অবিবাহিত। বাবার কাছেই থাকে সে। অপরূপ সুন্দরি কন্যা ছুই লান। সতরো বছরে পা রাখলে তার জন্য বহু লোক বিয়ের প্রস্তাব পাঠালো। কিন্তু বাবা রাজি হলো না। সে এমন জামাই চায়, যে তাদের সঙ্গে বসবাস করবে এবং বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে তার।

কিন্তু অবশেষে এ কন্যা কেমন জামাই পাবে? তার বাবার ইচ্ছা পূরণ হবে? এ জামাই আর আচার্য ও সুন উখোংয়ের মধ্যে কী কী ঘটনা ঘটবে? তা জানার জন্য এ পর্ব গল্প শুনুন।

মন্তব্য
লিঙ্ক