Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-৬: পিত বসন ধারি দানব
  2013-07-29 15:02:08  cri

উচুয়াং মন্দির ছেড়ে আচার্য, উখোং, চু ও শা পথ চলতে চলতে এসে এক উঁচু পাহাড়ের সামনে। উখোং আগে আগে চূড়ায় উঠে চারদিক দেখার চেষ্টা করলো্ কোথাও কিছুই দেখা গেলো না। সবাই ক্ষুধার্ত হয়ে পড়েছে। অথচ খাবার নেই। তাই কিছু বুনো ফল সংগ্রহ করতে গেলো উখোং।

ঐ পাহাড়ে থাকতো এক দানবি। সে আচার্যকে খাবার জন্য ছুটে এলো। দেখলো চু ও শা আচার্যকে পাহারা দিচ্ছে। তখন এক ফন্দি করলো সে। এক সুন্দরি নারি হয়ে হাঁড়িতে করে কিছু খাবার নিয়ে এলো আচার্যের সামনে।

আচার্য এ দানবির খাবার খেয়েছেন কিনা? এ দানবি আচার্যকে ধরতে পেরেছে কিনা? উখোং কীভাবে দানবির সঙ্গে লড়াই করেছে?

এ সব প্রশ্নের উত্তর জানার জন্য শুনুন পশ্চিমদেশ অভিমুখে যাত্রার ষষ্ঠ পর্ব --- পিত বসন ধারি দানব। (ইয়ু)

মন্তব্য
লিঙ্ক