Web bengali.cri.cn   
প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর প্রতিপাদ্য সংগীত সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান
  2013-07-04 15:09:20  cri

ইয়ু কুয়াং ইউয়ে

গত ৬ থেকে ১০ জুন চীনের ইয়ুন্নান প্রদেশের রাজধানী খুনমিংয়ে প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো অনুষ্ঠিত হয়েছে। এ এক্সপোর তথ্য ব্যাপক সম্প্রসারণের উদ্দেশ্যে চীন আন্তর্জাতিক বেতার আর খুনমিং শহর দক্ষিণ এশীয় অঞ্চলের গীতিকার, সুরকার, শিল্পী ও আগ্রহী অন্য ব্যক্তিদের কাছ থেকে প্রতিপাদ্য-সংগীত সংগ্রহ প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের সংগীতশিল্পী কমল খালিদের 'এক পৃথিবী' নামে গানটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। আয়োজক পক্ষ থেকে বিজয়ীকে ৫০০০ ইউয়ান রেনমিনপি পুরস্কার দেয়া হয়েছে।

আমাদের বাংলা বিভাগ প্রথম বারের মতো শ্রোতা ও সংগীতশিল্পীদের মধ্যে এমন অনুষ্ঠান আয়োজন করে এত ভালো ফলাফল পেয়েছে বলে আমরা সবাই খুব খুশি।

কিন্তু কমল খালিদের গান ছাড়া, আমাদের হাতে আরো কিছু গান পেয়েছে। সেগুলো বিজয়ীদের তালিকায় অন্তর্ভুক্ত না হলেও আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং তাঁদের অংশগ্রহণ আমাদের বড় উত্সাহ দিয়েছে।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন বাংলাদেশের যশোর জেলার কৃষ্ণনগর গ্রামের হুমায়ূন রেজার পাঠানো 'জীবনের গান' নামে গানটি। তিনি আমাদের শ্রোতা, বাংলা অনুষ্ঠানে প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর প্রতিপাদ্য সংগীত সংগ্রহের প্রতিযোগিতার খবর শুনে এ গানটি লেখেছেন এবং নিজেই কণ্ঠ দিয়েছেন। তিনি মনে করেন, গানটি ভিন্ন সাংস্কৃতিক পরিবেশের শ্রোতারা খুব সহজে গ্রহণ ও প্রচার করতে পারবে। গানটির কথা ও সুর খুব সহজ সরল হলেও এর গভীর অন্তর্নিহিত অর্থ তাত্পর্যপূর্ণ।

হুমায়ুন রেজা

বন্ধুরা, এবার শুনুন আমার সহকর্মী সাইদুর রহমান লিপনের নেয়া হুমায়ুন রেজার টেলিফোন সাক্ষাত্কার।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন বাংলাদেশের ঢাকার ইমটিয়াজ শুভ এর পাঠানো 'সম্প্রীতি আর সম্ভাবনার' নামে গানটি।

তিনি প্রথম আলোতে প্রথম চীন ও দক্ষিণ এশিয়া এক্সপোর প্রতিপাদ্য সংগীত সংগ্রহের খবর দেখে এ গানটি রচনা করেছেন এবং কণ্ঠ দিয়েছেন।

বন্ধুরা, এবার শুনুন আমার সহকর্মী সাইদুর রহমান লিপনের নেয়া ইমটিয়াজ শুভের টেলিফোন সাক্ষাত্কার।

 

মন্তব্য
লিঙ্ক