Web bengali.cri.cn   
শিল্পী সায়েম রানার দেয়া সাক্ষাত্কার
  2013-05-21 18:23:15  cri

সায়েম রানা

 বন্ধুরা, সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতার আর ইয়ুন্নানের খুনমিং শহরের প্রচার বিভাগের যৌথ উদ্যোগে প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা-২০১৩ এর থীম সংগীত নির্বাচনের আয়োজন করেছে। এবারের নির্বাচনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও আফগানিস্তান থেকে আমরা মোট ২১টি গান পেয়েছি। এ ২১টি গানের মধ্য থেকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক, গবেষক ও শিল্পী সায়েম রানা রচিত 'তোমার শহরে রোজ ফোটে ফুল' শিরোনামে গানটিও বেশ জোরালো ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু যেকোনো প্রতিযোগীতার নিয়মটাই এই যে শেষপর্যন্ত দু-এক জন প্রতিযোগীর মুখেই কেবল হাসি ফুটে ওঠে। সায়েম রানার রচিত গানটি শেষ পরিক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও এই গানটি ছিল বাংলা বিভাগের প্রাথমিক নির্বাচনে গৃহীত দুটি গানের মধ্যে একটি। তাই আজকের অনুষ্ঠানে আমরা শিল্পী সায়েম রানার এ বারের প্রতিযোগিতায় অংশ নেয়া সম্পর্কে তাঁর মতামত ও অনুভুতি জানবো এবং তাঁর রচিত 'তোমার শহরে রোজ ফোটে ফুল' গানটি আপনাদের শোনাবো। (ইয়ু)

মন্তব্য
লিঙ্ক