Web bengali.cri.cn   
কুয়াংতুংয়ের প্রবাসী চীনাদের অবদান
  2013-06-17 20:05:17  cri

ইয়ু কুয়াং ইউয়ে

দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের সিনহুই অঞ্চল, খাইপিং শহর, থাইশান শহর, এনপিং শহর এবং হোশান শহরকে চিয়াংমেন উঈ বলা হয়। এ এলাকা 'চীনের প্রথম প্রবাসী চীনা অঞ্চল' নামে পরিচিত হয়েছে। প্রাচীন নথিপত্রে দেখা যায়, থাং রাজবংশের সময় এ অঞ্চলের মানুষ আরব ব্যবসায়ীর সাথে বিদেশে গিয়ে ব্যবসা করতেন। এখন আপনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী চীনাদের সঙ্গে গল্প করার সময় লক্ষ্য করবেন, তাদের বেশির ভাগই ইউয়ে ভাষায় আপনাকে বলবেন, 'আমি কুয়াংতুং থেকে এসেছি।"

পরিসংখ্যান থেকে জানা গেছে, কুয়াংতুংয়ের প্রবাসী চীনারা ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে আছে। তাদের সংখ্যা ৩ কোটিরও বেশি, অর্থাত্ প্রবাসী চীনাদের মোট সংখ্যার দুই-তৃতাংশ। কুয়াংতুং প্রদেশে প্রত্যাবর্তনকারী প্রবাসী চীনাদের সংখ্যা ১ লাখ ৩ হাজার এবং প্রবাসী চীনাদের আত্মীয়স্বজনের সংখ্যা ২ কোটিরও বেশি। প্রধানত চুচিয়াং বদ্বীপ, ছাও শান সমতল ভূমি ও মেইচৌ অঞ্চলে কেন্দ্রীভূত তারা। খাইপিংয়ের মি. লিয়াংয়ের বাবা-মা ও ছোট বোন সবাই কানাডায় অভিবাসী হয়েছেন। তাদের বিদেশে অভিবাসিত হওয়ার কথা স্মরণ করে মি. লিয়াং বলেন, "এক শ বছর আগে অনেক লোক বিদেশে গিয়ে জীবন কাটাতেন। তারপর তাদের সাহায্যে তাদের আত্মীয়স্বজনও বিদেশে যান। এখন অনেক লোক 'বিনিয়োগ প্রবাসী' হয়ে বিদেশে যান। অতীতে আমাদের এখানে অনেক লোক আমেরিকান দেশে খনি বা রেলপথ নির্মাণ কাজ করতো।"

কুয়াংতুংয়ের বিখ্যাত প্রবাসী নগর -- খাইপিং

সে যুগে বিদেশে প্রবাসী চীনারা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বেগবান করার পাশাপাশি ব্যাপক সাংস্কৃতিক ব্যবধান থেকে সৃষ্ট মনকষ্টও ভোগ করতেন। বর্ণবৈষম্য ছিল এক কঠিন বিষয় যা তাদের মোকাবিলা করতে হতো। বহু বছর পরিশ্রম করার পর অল্প সংখ্যক প্রবাসীর প্রতিষ্ঠিত দোকানপাট আস্তে আস্তে সম্মিলিত হয়ে ধাপে ধাপে বর্তমান চায়না টাউনের আদিরূপে পরিণত হয়।

প্রবাসী চীনারা বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠান, তা দিয়ে স্থানীয় অর্থনীতির উন্নতি হয়েছে। এমন কি ১৯১১ সালে সিনহাই বিপ্লবের সময় তারা বিভিন্ন সামগ্রী দিয়েও সহায়তা করেছিল। জাপান-বিরোধী প্রতিরোধ যুদ্ধের সময় তাঁরা সামগ্রী প্রদান, আর্থিক অনুদান এবং রাষ্ট্রীয় ঋণ কেনার মাধ্যমে মাতৃভূমিকে সমর্থন করতেন। প্রবাসী চীনারা নয়া চীনের আর্থ-সামাজিক নির্মাণকাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

২০১১ সাল পর্যন্ত কুয়াংতুং প্রদেশ ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ ব্যবহার করেছে। এ প্রদেশে প্রবাসী বিনিয়োগে প্রতিষ্ঠিত মোট ৫৫ হাজার ৫০০টি প্রতিষ্ঠান রয়েছে। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক