Web bengali.cri.cn   
চলতি বছরের প্রথম তিন মাসে চীনের চলচ্চিত্রের আয় ৫১০ কোটি ইউয়ানেরও বেশি
  2013-04-17 19:07:31  cri

এপ্রিল ১৭: চীনের চলচ্চিত্র চলতি বছরের প্রথম তিন মাসে ৫১০ কোটি ইউয়ান রেনমিনপি আয় করেছে এবং অভ্যন্তরীণ বাজারের ৬৯ শতাংশ দখল করেছে। এটা হচ্ছে চীনের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ভালো রেকর্ড।

চীনের জাতীয় প্রেস, প্রকাশনা, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের চলচ্চিত্র ব্যবস্থাপনা ব্যুরোর উপ-মহারপরিচালক লা পেই খাং বুধবার তৃতীয় পেইচিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে 'মেঘের ছায়ার স্বপ্ন' নামক চলচ্চিত্র কৌশল সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

লা পেই খাং বলেন, এখন চীন হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র উত্পাদন দেশ এবং দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার। চীনে আছে বিশ্বের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে দ্রুত বিকাশমান ও সবচেয়ে বেশি সম্ভাবনাময় বাজার।

গত বছরের দ্বিতীয়ার্ধে চীনের চলচ্চিত্র বাজারে বেশ কয়েকটি ভালো ছবি মুক্তি পায়। এদের মধ্যে কোনো কোনোটি নতুন রেকর্ডও সৃষ্টি করে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে চীনে নির্মিত চলচ্চিত্র আয় করে মোট ১৭ বিলিয়ন ইউয়ান। ওই সময় অভ্যন্তরীণ বাজারে দেশীয় চলচ্চিত্রের অংশ ছিল ৪৮ শতাংশ। (ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক