Web bengali.cri.cn   
'দ্য ৭ম এশিয়ান চলচিত্র পুরস্কারে জুড়ি প্রধান এ্যান্ডি লাউ-এর নাম ঘোষণা (ছবি)
  2013-01-18 11:47:25  cri

এবারের ৭ম এশিয়ান চলচিত্র পুরস্কারে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার গুরু দায়িত্ব পাচ্ছেন চলচিত্র অভিনয়ে দীর্ঘ বর্ণাঢ্য জীবনের অধিকারী হংকং অভিনেতা এ্যানডি লাউ।

এ্যান্ডি লাউ বলেন যে, তিনি বিশ্বাস করেন গত বছরের গোল্ডেন হর্স পুরস্কারে জুড়ি প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে এবারের এই দায়িত্ব পালনে যথেষ্ট প্রস্তুত করেছে। " আমি সত্যি জানি যে এবারে কি করতে হবে আর এ বছরে আমার কর্ম-তালিকায় খুব একটা ব্যাস্ততাও নেই। আমি ছবিগুলো দেখার জন্য যথেষ্ট সময় পাবো বলে আশাকরি। কিন্তু মূল সমস্যা হচ্ছে এশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা অন্যান্য জুড়িদের সাথে সমন্বয় ও যোগাযোগ রক্ষা করা। এ বছর অবশ্যই আমরা ছবিগুলো দেখে তারপর সঠিক পন্থায় ভোট প্রদান করবো। আর এ কারণে আগেভাগেই সকলের সাথে আলোচনা শুরু করা প্রয়োজন। আমি এখান থেকে অনেক কিছু শিখবো কারন এটা আলাদা একটি অনুষ্ঠান।

এ বছেরর মনোনীত ছবিগুলোর মধ্যে চাইনিজ ভূখন্ডের ছবি 'মিস্টরি' এবং দক্ষিন কোরিয়ার 'নেমলেস গ্যাংস্টার: রুলস্ অব টাইম' এগিয়ে আছে।

'মিস্টরী' ছবিটি শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ নবগত ক্যাটাগরীতে মনোনীত হয়েছে। একই সাথে চায়না ভূখেন্ডর অন্য আর একটি ছবি 'দ্য লাস্ট সাপার' ছবিটিও চারটি ক্যাটাগরীতে মনোনীত হয়েছে।

চলতি সপ্তাহের শুক্রবার হংকং-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ৭ম এশিয়ান চলচিত্র পুরস্কার প্রদানের এই মহা উত্সব। (লিপন)

মন্তব্য
লিঙ্ক