Web bengali.cri.cn   
স্মার্টফোন যুগে প্রবেশ চীনের
  2013-03-25 19:51:59  cri

সাম্প্রতিক বছরগুলোতে চীনের স্মার্টফোন বাজার দ্রুত বিকশিত হয়েছে। চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ২০১২ সালের প্রথমার্ধে চীনে কারখানা থেকে বাজারে প্রেরিত স্মার্টফোনের সংখ্যা ১৪ কোটি ৬০ লাখ, প্রেরিত মুঠোফোনের মোট সংখ্যার ৫১.৯ শতাংশ। স্মার্টফোন চীনের মুঠোফোন বাজারের প্রধান পণ্যে পরিণত হয়েছে।

পেইচিংয়ের মাদাম হো সুয়েন রেন নিজের পাঁচ বছর ধরে ব্যবহৃত পুরোনো মুঠোফোন সম্প্রতি বদলে করতে চান। তিনি লক্ষ্য করেন, আশেপাশের বন্ধুরা প্রায় সবাই মুঠোফোন দিয়ে ইন্টারনেটে ঢুকে খবর পড়েন, ব্লগ লিখেন, কেনাকাটা করেন, গল্প করেন এবং ভিডিও দেখেন। ইন্টারনেটের সব সেবাই ছোট মুঠোফোনের মাধ্যমে পাওয়া যায়। ফলে মাদাম হোও সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজের জন্য একটি স্মার্টফোন কিনবেন। এখন চীনে মাদাম হোর মতো অনেক ভোক্তা আছেন।

সুনিং বৈদ্যুতিক সামগ্রী কোম্পানি লিমিটেডের প্রধান ব্যবস্থাপকের সহায়ক হাও চিয়া বলেন, "স্মার্টফোনের বিক্রয়ের অনুপাত ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের কোম্পানির বিক্রি মুঠোফোনের মধ্যে ৮৫ শতাংশ হচ্ছে স্মার্টফোন। ভোক্তারা এখন দ্রুত ইন্টানেট গতি অন্বেষণের পাশাপাশি মোবাইল ফোনের আনুষঙ্গিক যন্ত্র আর গতির ওপর মনোযোগ দিচ্ছেন।"

স্মার্টফোনের বিক্রয়ের পরিমাণ দ্রুত বাড়ার সাথে সাথে চীনে থ্রী-জি মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেড়েছে। থ্রী-জি মোবাইল ফোন সেবা সম্প্রসারণের জন্য চীনের টেলিযোগাযোগ ব্যবসায়ীরা নানা উত্সাহমূলক কার্যক্রম চালু করেছে। যেমন ক্রেতারা এককালীন এক বছর বা দু'বছরের নেট ব্যবহারের চার্জ জমা দিলে বিনামূল্যে একটি স্মার্টফোন পান।

চীনের ইউনাইটেড নেটওয়ার্ক কমিউনিকেশন গ্রুপ কোম্পানি লিমিটেডের কর্মকর্তা লিউ সিয়াও ওয়েই সংবাদদাতাকে বলেন, "বিপুল সংখ্যক ব্যবহারকারীর দ্রুতগতিতে নেটে ঢুকার চাহিদা মেটানোর জন্য আমরা বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির, সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি দেশে রোমিং সার্ভিস পাওয়া থ্রী-জি এর WCDMA ধরনের নেট প্রতিষ্ঠা করছি। আমরা শতাধিক ধরনের থ্রী-জি স্মার্টফোন আমদানি করেছি। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো বাছাই করে নিতে পারেন।"

1 2
মন্তব্য
লিঙ্ক