Web bengali.cri.cn   
চীনের পোশাক ব্র্যান্ড সেমিরের বিশ্বমুখী যাত্রার কৌশল
  2013-03-18 15:53:25  cri

 চীনের পোশাক বাজার এখন পরিপক্ক প্রতিদ্বন্দ্বিতা পর্যায়ে প্রবেশ করেছে। চীনের বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক প্রবেশের পাশাপাশি চীনের ব্যক্তিখাতের পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলোও অভ্যন্তরীণ পোশাক শিল্পের প্রধান শক্তিতে পরিণত হয়েছে। গত কয়েক দশকের উন্নয়নের মধ্য দিয়ে চীনের ব্যক্তিখাতের পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রক্রিয়াকরণ বাণিজ্য এবং অন্য ব্র্যান্ডের পোশাক উত্পাদন করা থেকে নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠার প্রক্রিয়া অতিক্রম করেছে। এখন তারা আন্তর্জাতিক বাজারে সুযোগ খুঁজছে। সেমির হচ্ছে এগুলোর মধ্যে একটি।

চেচিয়াং প্রদেশের ওয়েনচৌতে অবস্থিত সেমির হচ্ছে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চীনের একটি ব্যক্তি মালিকানাধীন পোশাক কোম্পানি। পনেরো বছর উন্নয়নের পর সেমির চীনে সাত সহস্রাধিক বিক্রয় দোকান খুলেছে। এ কোম্পানির বার্ষিক বিক্রির পরিমাণ ১৩ বিলিয়ন ইউয়ানেরও বেশি। সেমিরের বোর্ড চেয়ারম্যানের সহকারী চাও সিয়াও পো জানান, আগামী দু'বছরের মধ্যে সেমিরের পণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করবে। তিনি বলেন, "দক্ষিণ-পূর্ব এশীয় বাজার আর চীনের মূলভূখণ্ডের বাজারের ভোগের অভ্যাসসহ নানা ক্ষেত্র অপেক্ষাকৃত কাছাকাছি। তবে ইউরোপীয় ও আমেরিকান বাজারে প্রবেশ না করলে সত্যিকার আন্তর্জাতিক বাজারে প্রবেশ হয়না। ফলে আমাদের পরিকল্পনা হচ্ছে পণ্যোন্নয়নের পর ইউরোপীয় ও আমেরিকান বাজারে প্রবেশ করা।"

চাও সিয়াও পো বলেন, সেমির পোশাকের আন্তর্জাতিকীকরণের প্রথম পদক্ষেপ হচ্ছে তার নকশার রীতি বদলানো। নিজের পণ্যের প্রতিযোগিতা-শক্তি বাড়ানোর জন্য সেমির বিদেশ থেকে নকশাকার নিয়োগ করে তার নকশাদল গঠন করেছে। এখন সেমিরের নকশাদলে ১২০ জন চীনা আর ১৭ জন বিদেশি আছেন। তাঁরা যৌথভাবে নতুন পণ্য নিয়ে গবেষণা ও নকশা করেন।

চাও সিয়াও গো বলেন, "আমদের আর বিদেশি নকশাকারদের সহযোগিতা প্রধানত দুটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। প্রথম, আন্তর্জাতিক তথ্য ও হাল ফ্যাশনের উপাদানের সঙ্গে যুক্ত হওয়া। দ্বিতীয়ত, যৌথভাবে কোনো নতুন পণ্য নিয়ে গবেষণা করা। আমাদের দেশীয় নকশাকাররা প্রধানত অভ্যন্তরীণ নকশা কাজের ওপর মনোযোগ দেন।"

চাও সিয়াওপো বলেন, আন্তর্জাতিকীকরণের পথে সেমির আরেকটি সমস্যার সম্মুখীন হচ্ছে। সেটি হলো দীর্ঘকাল ধরে বিদেশি ভোক্তাদের মধ্যে চীনের পোশাকের গুণগত মানের ব্যাপারে ভুল ধারণা রয়েছে। তবে এইচ এ্যান্ড এম ও জারাসহ নানা বিদেশি শক্তিশালী ব্র্যান্ডের প্রতিযোগীদের সম্মুখীন হলেও সেমির যথেষ্ঠ আত্মবিশ্বাস অর্জন করেছে।

চাও সিয়াও পো বলেন, "আসলে এইচ এ্যান্ড এম ও জারা সহ বিদেশি ব্র্যান্ডগুলোর সত্যিকার প্রাধান্য তাদের পণ্যের গুণগত মান নয়। যেমন ধরুন, জারার শক্তিশালী দিক হচ্ছে তার প্রতিক্রিয়ার গতি অতি দ্রুত। এইচ এ্যান্ড এম এর প্রাধান্য হচ্ছে তার পণ্যের গুণ ও দামের সমন্বয়। কিন্তু এ কোম্পানিগুলো আর সেমিরের কাঁচামালের সরবরাহকারী একই।"

এখন চীনের বেশ কয়েকটি পোশাক-ব্র্যান্ডের সফল আন্তর্জাতিকীকরণ হয়েছে। চীনের আরামদায়ক পোশাক বাজারের শীর্ষ ব্র্যান্ড মেটারসবোনভি সাফল্যের সাথে আন্তর্জাতিক বাজারে প্রবেশের পর মার্কিন টেলিভিশন নাটক 'প্রিসন ব্রেক'-এর প্রধান অভিনেতাকে প্রতীকী মুখপাত্র নিয়োগ করেছে এবং যুক্তরাষ্ট্রের ড্রিম ওয়ার্কসের সাথে নতুন পণ্য নিয়ে গবেষণা করছে। চীনের শীর্ষ ডাউন জ্যাকেট ব্র্যান্ড বোসডেন বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে ব্রিটেনের লন্ডনের ব্যস্ততম বাণিজ্যিক সড়ক দক্ষিণ মোলটনে একটি বহুতল ভবন কিনেছে। সেখানে এ কোম্পানি তার ইউরোপীয় পতাকাবাহী দোকান খুলবে এবং তার ইউরোপীয় সদরদপ্তর প্রতিষ্ঠা করবে।

যদিও এখন পর্যন্ত সেমির আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেনি, তবে তার সযত্ন উন্নয়নের পরিকল্পনা আর আত্মবিশ্বাসী ব্যবসা-পদ্ধতির ভিত্তিতে আমরা বিশ্বাস করি, একদিন চীনের সেমির আন্তর্জাতিক মঞ্চে নিজের স্থান তৈরি করে নেবে। (ইয়ু/এসআর)

মন্তব্য
লিঙ্ক