Web bengali.cri.cn   
দেড় শ' কোটি টাকার নিচে ঢাকা শেয়ারবাজারের লেনদেন
  2013-03-19 12:03:08  cri

মার্চ ১৯: বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন দেড় শ' কোটি টাকার নিচে নেমে গেছে।

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ডিএসইতে ১৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা কার্যদিবসের চেয়ে ৩৩ কোটি টাকা কম এবং গত প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত ২১ জানুয়ারি ডিএসইতে সর্বনিম্ন ১০২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

তবে সোমবার লেনদেন কমে গেলেও সূচক সামান্য বেড়েছে। এদিন ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ১৫০টির, কমে ৯১টির এবং অপরিবর্তিত থাকে ২৭টির।

দিন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৬.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় তিন হাজার ৮৬৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৬.৩৮ পয়েন্ট বেড়ে ১৪১৮.২৭ পয়েন্টে। (এসআর)

মন্তব্য
লিঙ্ক