Web bengali.cri.cn   
বিদেশি বিনিয়োগ বাড়ছে বাংলাদেশের শেয়ারবাজারে
  2013-03-18 15:08:37  cri

মার্চ ১৮: বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে ধীরে ধীরে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাব অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১০৪ কোটি টাকা, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।

ডিএসইর তথ্যের উদ্ধৃতি দিয়ে সোমবার প্রকাশিত প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় ৪৮৯ কোটি টাকা। এর মধ্যে সর্বাধিক ১৮০ কোটি টাকার বিনিয়োগ আসে গত ফেব্রুয়ারিতে।

ক্রয়ের বিপরীতে ওইমাসে বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করেন প্রায় ৭৬ কোটি টাকার শেয়ার। ফলে মাস শেষে প্রকৃত বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১০৪ কোটি টাকায়। এ অঙ্ক জানুয়ারি মাসের চেয়ে প্রায় ৪ শতাংশ বেশি।

জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীরা ১৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনেন। আর বিক্রি করেন ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। মাস শেষে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৯৯ কোটি ৭৩ লাখ টাকায়। (এসআর)

মন্তব্য
লিঙ্ক